বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

টাইগার এয়ারওয়েজ

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

সিঙ্গাপুরের একটি এয়ারলাইন্স হলো টাইগার এয়ারওয়েজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এই এয়ারওয়েজের বিমান সিঙ্গাপুরের  উদ্দেশ্য ছেড়ে যায়। ২০০৩  সালে এই এয়ারওয়েজটি প্রতিষ্ঠা লাভ করে। টাইগার  এয়ারওয়েজের বিমান বিভিন্ন  দেশের ২৮ টি রুটে চলাচল করে।

প্রধান কার্যালয় ও যোগাযোগ 

সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর

ওয়েব: www.tigerairways.com

বাংলাদেশ কার্যালয়

বাংলাদেশে এই এয়ারওয়েজের কোন অফিস নেই।  বিভিন্ন এয়ারলাইন্স এই এয়ারওয়েজের এজেন্ট হিসেবে কাজ করে থাকে। টাইগার এয়ারওয়েজের টিকিট বুকিংয়ের জন্য নিচের ঠিকানাতে যোগাযোগ করুন।

সিনহা স্ট্রিট, এস ই (এইচ) এস এ, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।

 সব রুটে  ফ্লাইট পরিচালনা করে থাকে

  • বিশ্বের ৩০টির অধিক দেশের ৩৯ টি রুটে এই এয়ারওয়েজের বিমান চলাচল করে।
  • এশিয়া, ইউরোপ ও সংযুক্ত আরব আমিরাতের  বিভিন্ন বিমান বন্দরে এই  এয়ারওয়েজের বিমান চলাচল করে।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যে সব দেশে ফ্লাইট বুকিং দেওয়া যায়  

দেশ বিমানবন্দর/স্থান
বাংলাদেশ ঢাকা
পাকিস্তান লাহোর
মিশর কায়রো
অস্ট্রেলিয়া ক্যানবেরা
কাতার দোহা
সৌদি আরব জেদ্দা
নেপাল কাঠমন্ডু
সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমা
ভারত ব্যাঙ্গালোর
থাইল্যান্ড ব্যাংকক
শ্রীলংকা কলম্বো
ভারত চেন্নাই
ভিয়েতনাম হ্যানয়
ইন্দোনেশিয়া জার্কাতা
ম্যালিনা ফিলিপাইন
ম্যাকাও ম্যাকাও
ভারত কচি
সিঙ্গাপুর সিঙ্গাপুর
তাইওয়ান তাইপে
চীন শিনজেন
থাইল্যান্ড পুকেট
চীন জিয়ামিন

উপরের বিমান বন্দর ছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন রুটে এই এয়ারওয়েজের বিমান চলাচল করে।

 

বুকিং  পদ্ধতি

টাইগার  এয়ারওয়েজের  টিকিট দুইভাবে সংগ্রহ করা যায়। সরাসরি ও অনলাইনের মাধ্যমে।

অনলাইন টিকিট সংগ্রহের পদ্ধতি

অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে গ্রাহককে ওয়েব সাইডে গিয়ে রেজি: করতে হয়। রেজি: করার পর নির্দিষ্ট ফরম সঠিক করে পূরণ করতে হয়। ফরম পূরনের পর নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টাকা কিভাবে দিতে হবে ওয়েব সাইডে তার নির্দেশনা দেওয়া রয়েছে।

সুবিধা সমূহ 

  • ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ৫% ছাড় পাওয়া যায়।
  • অন্তত ৫-৭ দিন পূর্বে ফ্লাইট বুকিং দিতে হয়।
  • ফ্লাইট বুকিংয়ের উর্দ্ধ মূল্যের জন্য ফ্লাইটের সময় পরিবর্তন করা যায়।
  • ফ্লাইট বিলম্ব বা বাতিল হলে যাত্রী এয়ারলাইন্স যাত্রীদের পূর্বেই জানিয়ে দেয়।
  • যাত্রীর সঙ্গে শিশু থাকলে নিয়মভেদে বিশেষ ছাড় পাওয়া যায়।

যাত্রীর সঙ্গে বহনযোগ্য জিনিসপত্র

  • ইকোনমিক ক্লাসের যাত্রীগন সঙ্গে ২০ কেজি ওজনের মালামাল বহন করতে পারেন।
  • বিজনেস ক্লাসের যাত্রীগন সঙ্গে ৩০ কেজি ওজনের মালামাল বহন করতে পারেন।
  • ফার্স্ট ক্লাসের যাত্রীগন সঙ্গে ৪০ কেজি ওজনের মালামাল বহন করতে পারেন।
  • আগ্নেয়াস্ত্র,ধারালো ছোড়া বা অস্ত্র,জ্বালানী তেল,গ্যাস এমনকি বিস্ফোরক দ্রব্য বহন করা নিষেধ এবং আইনত দন্ডনীয় অপরাধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com