1. [email protected] : চলো যাই : cholojaai.net
ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে গিয়ে ২০২২ সালে প্রায় ৪ হাজার অভিবাসনপ্রার্থীর মৃত্যু
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:১১ অপরাহ্ন

ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে গিয়ে ২০২২ সালে প্রায় ৪ হাজার অভিবাসনপ্রার্থীর মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

২০২২ সালে ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয়ার সময় ৩ হাজার ৮০০ অভিবাসনপ্রার্থী প্রাণ হারিয়েছেন। যা ২০২১ সালের তুলনায় ১১ শতাংশ বেশি। মঙ্গলবার (১৪ জুন) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানায় জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। খবর রয়টার্সের।

নিহতদের তালিকায় সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার উত্তরাঞ্চল থেকে যাওয়া অভিবাসনপ্রার্থীরা। আইওএম এর দাবি, সাহারা মরুভূমি এবং ভূমধ্যসাগরের মতো ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিচ্ছিলেন এসব মানুষ। ইউরোপে পৌঁছানোই ছিল তাদের উদ্দেশ্য।

সংস্থাটি বলছে, ৯২ শতাংশের ক্ষেত্রে মৃত্যুর কারণ জানা যায় না। তবে, নৌকাডুবি বা তীব্র পানি ও ক্ষুধা কষ্টের মতো কারণগুলো উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আইওএম-ও আরও বলছে, গেলো বছর ইয়েমেন-সৌদি আরব রুটে প্রাণ হারিয়েছিলেন সর্বোচ্চ ৭৯৫ জন। যাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। তাছাড়া, লিবিয়া উপকূলে একক নৌকাডুবির ঘটনায় ১১৭ জন প্রাণ হারিয়েছিলেন। যার মধ্যে ছিলেন বাংলাদেশিরাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com