1. [email protected] : চলো যাই : cholojaai.net
ঝামেলাহীন প্লেন ভ্রমণের ৭ গুরুত্বপূর্ণ টিপস
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

ঝামেলাহীন প্লেন ভ্রমণের ৭ গুরুত্বপূর্ণ টিপস

  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আপনার ভ্রমণ যদি হয় বিদেশে, তাহলে প্রথমেই সামনে আসে প্লেন যাত্রা। ফলে সঠিক প্রস্তুতি না থাকলে প্লেন যাত্রায় হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। তাই ভ্রমণের আগেই সঠিক পরিকল্পনা থাকা আবশ্যক। একটি সঠিক পরিকল্পনা পুরো ভ্রমণের খরচ অনেকটাই কমাতে পারে। সুতরাং জেনে নিন বিদেশ ভ্রমণের শুরুতে ঝামেলাহীন প্লেন ভ্রমণের ৭টি গুরুত্বপূর্ণ টিপস—

সঠিক এজেন্সির টিকিট
প্লেন ভ্রমণের আগেই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট নেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। চারদিকে অনেক ভুয়া ট্রাভেল এজেন্সি দেখা যায়। যাদের নিজেদের কোনো অফিস নেই। তাই টিকিট কাটার আগে অবশ্যই এজেন্সি সম্পর্কে খোঁজ নিতে হবে।

সঠিক সময়ে বিমানবন্দরে
প্লেনে ভ্রমণের জন্য সঠিক সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকা জরুরি। আপনাকে ফ্লাইটের মিনিমাম ২-৩ ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হবে। টিকিটে যে সময় দেওয়া থাকে; তা ফ্লাইং টাইম। ওই সময়ে প্লেন ছেড়ে যাবে। এর আগে চেকইন, বোর্ডিংয়ের সব প্রস্তুতি সারতে হবে। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটে আধাঘণ্টা আগেই চেকইন বন্ধ করে দেওয়া হয়।

লাগেজের ওজন মাপা
যাত্রার শুরুতেই লাগেজের ওজন মেপে নিন। ওজন পরিমাণের চেয়ে অতিরিক্ত হলে অতিরিক্ত চার্জ দিতে হবে। আপনার টিকিটেই লেখা থাকবে ক্যারি অন এবং লাগেজে মোট কত কেজি মালামাল বহন করতে পারবেন। বিমানবন্দরে গিয়ে অতিরিক্ত ওজনের জন্য জরিমানা না দিয়ে বাসা থেকেই লাগেজের ওজন মেপে নেওয়াটা ভালো।

চেকইন করা জরুরি
বিমানবন্দরে আসার পর প্রথমেই চেকইন করতে হবে। চেকইন হলো ভ্রমণের আগে বিমানবন্দরে কোনো প্লেন সংস্থা যাত্রীদের গ্রহণ করে। চেকইন ব্যবস্থাটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে হয়ে থাকে। এটি ভ্রমণ শুরুর আধাঘণ্টা আগে শেষ হয়ে থাকে। তাই ঝামেলা এড়াতে সঠিক সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকা এবং চেকইন করা আবশ্যক।

সঠিক আসন পছন্দ
চেকইন করার সময় আপনার পছন্দের আসনের কথা কাউন্টারে থাকা কর্মকর্তাকে বলুন। পরে চাইলেও আসন পরিবর্তন করতে পারবেন না। যদি সঙ্গীসহ ভ্রমণ করেন, তাহলে সেটি বলে নেবেন যে পাশাপাশি আসন চাচ্ছেন। যদি প্রথমবারের মতো প্লেনে ভ্রমণ করেন, তাহলে জানালার পাশে সিট নিতে পারেন। না হলে প্লেনের মধ্যে এদিক-ওদিক তাকিয়েই সময় কাটাতে হবে।

প্লেনের খাবার
প্লেনে খাবার নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। খাবারের টাকা তারা টিকিটের মধ্যেই অন্তর্ভুক্ত করে নেয়। লম্বা কিংবা অল্প সময়ের প্লেন যাত্রা হোক না কেন, সব এয়ারলাইন্সেই খাবার দেওয়ার বিষয়টি প্রচলিত। তবে দূরের যাত্রা কিংবা একটু বেশি বেশি খাওয়ার অভ্যাস থাকলে অতিরিক্ত খাবার সাথে নিতে পারেন। খাবার নেওয়ার ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোর নিজস্ব নিয়ম আছে। তা আগে জেনে নেবেন।

যা নিয়ে ভ্রমণ করা যাবে না
প্লেন ভ্রমণে ঝামেলা এড়াতে আগেই যেসব জিনিস নিয়ে ভ্রমণ করতে পারবেন না, এ ব্যাপারে নিশ্চিত হয়ে নিন। ধারালো কোনো কিছু বা পচনশীলদ্রব্য, যেমন- কাঁচা মাংস, মসলা, ফলের ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে। তাই আগেই বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। বিমানবন্দরে যদি শুনতে পান জিনিসটি নিতে পারবেন না, তাহলে সেটি ফেলে যাওয়া কিংবা ভ্রমণ বাতিল করা ছাড়া কোনো উপায় থাকবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com