সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

জ্বালানি সংকটে পাকিস্তানের সরকারি বিমান সংস্থার ২৬ ফ্লাইট বাতিল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

জ্বালানী সংকটে অভ্যন্তরীণ ফ্লাইট কাটছাঁট করতে বাধ্য হচ্ছে পাকিস্তানের সরকারি বিমান পরিষেবা সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। সোমবার পিআইএর ২৬টি ফ্লাইট বাতিল করেছে পিআইএ।

এই ফ্লাইটগুলোর সবই করাচি, লাহোর, ইসলামাবদ, কোয়েটা, বাহাওয়ালপুর, মুলতান, গাওদার এবং অন্যান্য শহরের। ফ্লাইট বাতিলের কারণে যেসব যাত্রী ভোগান্তিতে পড়েছেন, তাদের জন্য অবশ্য অন্য বিমান সংস্থার ফ্লাইটের ব্যবস্থা করেছে পিটিআই।

পিআইএ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, জ্বালনি তেলের বকেয়া মূল্য পরিশোধ করতে না পারায় গত মঙ্গলবার থেকে পিআইএকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহ কোম্পানি পাকিস্তান স্টেটস অয়েল (পিএসও)। তাই ফ্লাইট কাটছাঁটে বাধ্য হয়েছে পিআইএ।

পিআএর কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার করাচি থেকে মাত্র ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়েছে।

পিআইএর এক মুখপাত্র জিও নিউজকে জানান, অক্টোবরের ২১ ও ২২ তারিখে জ্বালানি তেলের বকেয়া বাবদ মোট ৫০ কোটি রুপি পিএসওকে প্রদান করেছে সরকারি এই বিমান সংস্থাটি, কিন্তু তাতে বকেয়া সম্পূর্ণ পরিশোধ হয়নি।

পিএসও অবশ্য আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য তেল সরবরাহ করতে রাজি হয়েছে। বর্তমানে সৌদি আরব, কানাডা, চীন ও মালয়েশিয়া রুটে পিআইএর ফ্লাইট বেশ লাভজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com