বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

জেদ থেকে সফল ফ্রিল্যান্সার অনন্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
ময়মনসিংহ শহরে বাস করেন অনন্যা রায়। তিনি একসময় স্বপ্ন দেখতেন চিকিৎসক হওয়ার। কিন্তু মেডিকেলে ভর্তির আশানুরূপ ফল না পাওয়ায় সে স্বপ্ন পূরণ হয়নি। তবে জীবনে সফল হতে জেদ ধরেন তিনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন তিনি একজন সফল ফ্রিল্যান্সার, প্রশিক্ষক এবং নারীদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দেশের তরুণদের কাছে অনুপ্রেরণার প্রতীক। তার সাফল্যের গল্প তুলে ধরেছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি সুজন চন্দ্র দাস।

অনন্যার জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহ শহরে। বাবা জুয়েল রায় একটি ছোট্ট প্রতিষ্ঠানে চাকরি করতেন, বর্তমানে তিনি অবসরে। মা মুক্তা রায় গৃহিণী। ছোট বোন বর্তমানে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

২০১৭ সালে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৯ সালে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন অনন্যা। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।

তখনই ছোট বোনের একটি অনুরোধ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ‘দিদি, ফ্রিল্যান্সিং করে মানুষ অনেক ভালো করছে, তুমি তো পারবে,’—এই কথাটি ছিল অনন্যার জীবনের এক নতুন সূচনার সুর। জানতেন না ফ্রিল্যান্সিং কী, কিন্তু শুরু করলেন শিখতে। পাশে ছিলেন তার মা-বাবা ও ছোট বোন।

অনন্যা বলেন, ‘আমার মা সব সময় চাইতেন মেয়েরা মানুষের মতো মানুষ হোক। মা-ই আমাকে শিখিয়েছেন কীভাবে লড়াই করে বাঁচতে হয়।’

শুরুর দিকে ছিল অর্থনৈতিক সীমাবদ্ধতা। ল্যাপটপ কেনার সামর্থ্য ছিল না। তখন তার দিদিমা এগিয়ে এসে হয়ে উঠেন স্বপ্নপূরণের সহযাত্রী। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠেন অনন্যা।

তার প্রথম আয় ছিল মাত্র ২৫ ডলার। সেই টাকাতেই মা, দিদিমা ও বোনকে শাড়ি উপহার দিয়েছিলেন ভালোবাসার প্রথম ছোঁয়া। ‘সেই অনুভূতি আজও আমার কাছে সবচেয়ে স্পেশাল’ বলেন অনন্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com