বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

জাহাজের নাবিক হতে চান

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সমুদ্রগামী জাহাজে রেটিং হিসেবে কর্মকর্তাদের সাধারণ নাবিক হিসেবে অভিহিত করা হয়। দেশের ছয়টি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৪ (শীতকালীন) প্রি-সি নাবিক (রেটিং) কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। পাঁচ থেকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে সমুদ্রগামী জাহাজে চাকরির যোগ্য করে তোলা হয় এসব প্রতিষ্ঠানে।

যেসব প্রতিষ্ঠানে ভর্তি করা হবে

১. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম।
আসনসংখ্যা: ডেক-৫০, ইঞ্জিন – ৫০, স্টুয়ার্ড ২৫, কুক-২৫, ফিটার-কাম-ওয়েল্ডার-৩০, ইলেকট্রিশিয়ান ২০। মোট ২০০ জন।

২. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর।
আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -২৫, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১৫, ইলেকট্রিশিয়ান-১০। মোট ১০০ জন।

৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৪০, ইঞ্জিন -২৪, স্টুয়ার্ড ০৬। মোট ৭০ জন।

৪. ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা। আসনসংখ্যা: ডেক-৪০, ইঞ্জিন -৩৫, স্টুয়ার্ড -১০, কুক-০৫, ফিটার-কাম-ওয়েল্ডার-১০। মোট ৭০ জন।

৫. ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -১০, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১০। মোট ৭০ জন।

৬. ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন-১৮, কুক-১২। মোট ৬০ জন।

আবেদনের বয়স

১ সেপ্টেম্বর তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৬ থেকে ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২০ থেকে ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছর। প্রার্থীর এসএসসি/সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে। বয়স–সম্পর্কিত অন্য কোনো সনদ কিংবা হলফনামা গ্রহণ করা হবে না।

শিক্ষাগত যোগ্যতা

  • ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।
  • স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।
  • ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩) সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছরের ট্রেড কোর্স অথবা ওই শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর ইলিকট্রিক্যাল ওয়ার্কশপে ছয় মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪): সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেরিন/মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/শিপ বিল্ডিংয়ে ডিপ্লোমা পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্স পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমানসহ বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিন শপে ৩ মাসের প্রশিক্ষণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com