সমুদ্রগামী জাহাজে রেটিং হিসেবে কর্মকর্তাদের সাধারণ নাবিক হিসেবে অভিহিত করা হয়। দেশের ছয়টি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৪ (শীতকালীন) প্রি-সি নাবিক (রেটিং) কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। পাঁচ থেকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে সমুদ্রগামী জাহাজে চাকরির যোগ্য করে তোলা হয় এসব প্রতিষ্ঠানে।
যেসব প্রতিষ্ঠানে ভর্তি করা হবে
১. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম।
আসনসংখ্যা: ডেক-৫০, ইঞ্জিন – ৫০, স্টুয়ার্ড ২৫, কুক-২৫, ফিটার-কাম-ওয়েল্ডার-৩০, ইলেকট্রিশিয়ান ২০। মোট ২০০ জন।
২. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর।
আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -২৫, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১৫, ইলেকট্রিশিয়ান-১০। মোট ১০০ জন।
৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৪০, ইঞ্জিন -২৪, স্টুয়ার্ড ০৬। মোট ৭০ জন।
৪. ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা। আসনসংখ্যা: ডেক-৪০, ইঞ্জিন -৩৫, স্টুয়ার্ড -১০, কুক-০৫, ফিটার-কাম-ওয়েল্ডার-১০। মোট ৭০ জন।
৫. ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -১০, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১০। মোট ৭০ জন।
৬. ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন-১৮, কুক-১২। মোট ৬০ জন।
আবেদনের বয়স
১ সেপ্টেম্বর তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৬ থেকে ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২০ থেকে ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছর। প্রার্থীর এসএসসি/সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে। বয়স–সম্পর্কিত অন্য কোনো সনদ কিংবা হলফনামা গ্রহণ করা হবে না।
শিক্ষাগত যোগ্যতা