সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

জালিয়াতি হলে রিপোর্ট করার অনুরোধ

  • আপডেট সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫
ইবি-৫, এইচ-১বি, এইচ-২বি জালিয়াতি হলে ইউএসসিআইএসের কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে। প্রতারিত ব্যক্তিরা যাতে ইউএসসিআইএসের কাছে অভিযোগের বিস্তারিত জানাতে পারেন, সে জন্য চালু হয়েছে জালিয়াতির প্রতিবেদন ফর্ম। নির্ধারিত ফর্মে সবকিছু উল্লেখ করে প্রতারণার রিপোর্ট করা যাবে। রিপোর্ট যথাযথ হলে এবং প্রতারণা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে কেউ মিথ্যা তথ্য দিয়ে কিংবা আক্রোশ বা শত্রুতাবশত ভুল রিপোর্ট করলে এবং এমনটি প্রমাণিত হলে অভিযোগকারী বিপদে পড়বেন। কারণ যিনি অভিযোগ করবেন, তার কম্পিউটার কিংবা ল্যাপটপে যে নেটওয়ার্ক ও আইপি ব্যবহার করবেন, সেটা থাকবে। ফলে চাইলেই অভিযোগকারীকে খুঁজে বের করা সম্ভব হবে। তাই যথাযথ ও সত্য জালিয়াতি হলেই রিপোর্ট করা উচিত। মিথ্যা অভিযোগ করে নিজের জীবনে বিপদ ডেকে আনা ঠিক হবে না।
ইউএসসিআইএস থেকে বিভিন্ন ধরনের প্রতারণার বিষয়টি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এইচ-১বি, এইচ-২বি ও ইবি-৫। ইবি-৫ প্রোগ্রামে বিভিন্নভাবে প্রতারণা হয়। এই প্রোগ্রামের অধীনে যারা সম্পৃক্ত, তাদের যে কেউ এটি করতে পারে। এর মধ্যে রয়েছে আবেদনকারী (অভিবাসী বিনিয়োগকারী); আবেদনকারী এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কিত ব্যক্তি, কোম্পানি ও স্থান (উদাহরণস্বরূপ, আঞ্চলিক কেন্দ্রের অধ্যক্ষ, স্পনসর, নতুন বাণিজ্যিক উদ্যোগের বিকাশকারী এবং কর্মসংস্থান সৃষ্টিকারী সত্তার সভাপতি, মালিক বা ব্যবস্থাপক), আবেদনকারী বা আঞ্চলিক কেন্দ্রের প্রতিনিধিত্বকারী আইনজীবী বা আইন সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা বিদেশে মাইগ্রেশন এজেন্ট, প্রোমোটার বা সংস্থা।
সরাসরি ইউএসসিআইএসের কাছে রিপোর্ট করার পাশাপাশি অন্যান্য সংস্থার মাধ্যমে সন্দেহভাজন ইবি-৫ জালিয়াতি এবং অপব্যবহারের প্রতিবেদন করার বিস্তারিত সব তথ্য রয়েছে।
ইউএসসিআইএস থেকে আরও বলা হয়েছে, কেউ যদি কোনো অভিবাসন পরিষেবা স্ক্যামের, প্রতারণার কিংবা জালিয়াতির শিকার হন, তাহলে আরও তথ্যের জন্য ইমিগ্রেশন কেলেঙ্কারির প্রতিবেদন পৃষ্ঠাটি দেখতে পারেন ও রিপোর্ট করতে পারেন। সেখানে সরাসরি একটি অনলাইন ফর্ম দেওয়া আছে, বিস্তারিত তথ্য দিয়ে অভিযোগ জানাতে হবে বা রিপোর্ট করতে হবে। তারা এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com