বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

জার্মানির ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পুরো ইউরোপকে নেতৃত্ব দিচ্ছে এই দেশ। পরিবেশবান্ধব, তথ্যপ্রযুক্তি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ক্রমশ এগিয়ে শেনজেন ভুক্ত দেশ জার্মানি। ফলে বিস্তৃত পরিসরে চাহিদা সৃষ্টি হয়েছে দক্ষ জনগোষ্ঠীর। এখানে যোগ্যতার ক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান এবং হাতে-কলমে কাজের অভিজ্ঞতাকে। এখানকার সমৃদ্ধ ইতিহাস, সুযোগের সম্ভার দেশটির খ্যাতি বাড়িয়ে দিয়েছে। তাই প্রতিবছর বহু শিক্ষার্থীর আগমন ঘটে জার্মানিতে।

তিনমাস মেয়াদি ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জার্মানির ফরেইন কালচার রিলেশন ইনস্টিটিউট (আইএফএ)। সিসিপি-২০২৫ জার্মানির ফেডারেল ফরেন অফিস দ্বারা স্পন্সর করা হয়েছে। বাংলাদেশসহ মোট ৪৬টি দেশের নাগরিকরা এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। তবে এবারের প্রোগ্রামে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। আবেদনের শেষ সময় আগামী ৫ ডিসেম্বর।

জার্মানির সবচেয়ে প্রতীক্ষিত ও বিখ্যাত প্রোগ্রাম হলো ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম। ক্রসকালচার প্রোগ্রামটি এমন মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা প্রাসঙ্গিক সংস্থায় তাদের কাজের মাধ্যমে সমাজের উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। অংশগ্রহণকারীরা প্রধানত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।

এ প্রোগ্রামটি পলিসি অ্যান্ড সোসাইটি, মিডিয়া অ্যান্ড কালচার, হিউমান রাইটস অ্যান্ড পিস, টেকসই উন্নয়ন ও ক্লাইমেট জাস্টিস এর গুরুত্ব প্রদান করে। ২০২৫ খ্রিষ্টাব্দে প্রোগ্রামটি বিশেষভাবে ‘স্মরণের সংস্কৃতি’, ‘জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি’ এ দুটি মূল বিষয়ের ওপরে গুরুত্ব প্রদান করবে।

যেসব দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন

বাংলাদেশ, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুশ, ভুটান, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, মিশর, জর্জিয়া, জার্মানি, গুয়াতেমালা, হাইতি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, মরক্কো, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন অঞ্চল, কাতার, মলদোভা প্রজাতন্ত্র, রাশিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, তাজিকিস্তান, তিউনিসিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান এবং ভিয়েতনাম।

যেসব সুযোগ-সুবিধা পাবেন

প্রতি মাসে ৬৫০ ইউরো প্রদান করা হবে;

বিমানে আসা-যাওয়ার খরচ

আবাসন ব্যবস্থা

গণপরিবহণের খরচ

ভিসা ফি

স্বাস্থ্য বীমা

যেসব যোগ্যতা প্রয়োজন

 

আবেদনের সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে

ইংরেজি দক্ষতা থাকতে হবে

কমপক্ষে ২ বছর স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে

সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)

মোটিভেশন লেটার

রেফারেন্স লেটার (কর্মক্ষেত্র থেকে)

ইংরেজিতে দক্ষতার সনদ (ঐচ্ছিক)

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীদের আগামী ৫ ডিসেম্বর এর মধ্যে আবেদন করতে হবে।

আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifa.de/en/funding/crossculture-programme/ 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com