1. [email protected] : চলো যাই : cholojaai.net
জার্মানিতে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ! লাগবে না আইইএলটিএস
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

জার্মানিতে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ! লাগবে না আইইএলটিএস

  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্নপূরণের দারুণ সুযোগ দিচ্ছে জার্মানির খ্যাতনামা Max Planck Institute of Infection Biology (MPIIB)। তারা ঘোষণা করেছে “Max Planck MPIIB Summer Internship 2026” প্রোগ্রাম, যা সম্পূর্ণ ফুল ফান্ডেড — এবং সবচেয়ে বড় কথা, IELTS ছাড়াই আবেদন করা যাবে!

🔹 ইন্টার্নশিপের মেয়াদ: তিন মাস
🔹 স্থান: জার্মানি
🔹 শেষ সময়: ২১ নভেম্বর ২০২৫

সুবিধাসমূহ:

  • প্রতি মাসে ভাতা বা স্টাইপেন্ড প্রদান
  • ফ্রি আবাসন (Accommodation) সুবিধা
  • ভ্রমণ খরচ (Travel Expenses) বহন করা হবে
  • Infection Biology ও Immunology-তে গবেষণার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ
  • বিশ্বখ্যাত বিজ্ঞানীদের সরাসরি তত্ত্বাবধানে (Mentorship) কাজ করার সুযোগ

এই ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার বাস্তব পরিবেশে কাজ করার পাশাপাশি জার্মানির বিশ্বমানের গবেষণা সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৫

বিস্তারিত ও আবেদন লিংক: https://tinyurl.com/338j74xm
সূত্র: Max Planck Institute

এখনই আবেদন করুন এবং আপনার গবেষণার ক্যারিয়ারকে নিয়ে যান আন্তর্জাতিক উচ্চতায়!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com