1. [email protected] : চলো যাই : cholojaai.net
জার্মানিতে অনিয়মিত অভিবাসন ও মানবপাচার বেড়েছে
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্লাইট বদলের অপেক্ষাকে উপভোগ্য করে তুলুন চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে স্থায়ী বসবাস মার্কিন নারীর দিচ্ছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ, আবেদন করবেন যেভাবে কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত কোনরকম পোশাক পরেন না এই গ্রামের বাসিন্দারা বস্টনে ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবাকে ঘিরে তীব্র বিতর্ক ও ক্ষোভ এবারও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক ফিনল্যান্ড – যেখানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয়, এক অন্যরকম অভিজ্ঞতা নাছোড়বান্দা এক অভিবাসীর পাল্লায় পড়েছে যুক্তরাজ্য

জার্মানিতে অনিয়মিত অভিবাসন ও মানবপাচার বেড়েছে

  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

২০২৩ সালে জার্মানিতে অভিবাসী পাচার সংক্রান্ত মামলা বেড়ে সাত হাজার ৯০২-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস (বিকেএ)৷ বুধবার সংস্থাটি বলেছে, ২০২২ সালের তুলনায় এই সংখ্যা অন্তত ৬০ শতাংশ বেশি৷

মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির সংখ্যা প্রায় এক চতুর্থাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে চার হাজার ৪০৪৷ সন্দেহভাজনদের বেশিরভাগই সিরিয়া, জার্মানি, তুরস্ক এবং ইউক্রেনের নাগরিক৷

তদন্তকারীরা বলছেন, এসব ঘটনায় মানুষকে কন্টেইনারে করে পরিবহণ করা হয়েছিল, যা মানুষের জীবন এবং অঙ্গ-প্রত্যঙ্গের জন্য ঝুঁকিপূর্ণ৷ আর এই প্রবণতাকে খুবই উদ্বেগের বলে মনে করেন তারা৷

এক বিবৃতিতে বিকেএ জানিয়েছে, ‘‘এসব ঘটনায় ভাড়া নেয়া সহজ এবং যেগুলোর জন্য বিশেষ ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না, সেসব ভ্যানগুলোকে ব্যবহার করা হয়েছে৷’’

পুলিশ বলছে, এ ধরনের যাত্রায় দুর্ঘটনা ঘটলে অক্সিজেন বা পানির অভাবের পাশাপাশি হাইপোথার্মিয়া বা আঘাতের ঝুঁকি রয়েছে৷

সংস্থাটি আরো জানিয়েছে, ২০২৩ সালে জার্মানিতে সামগ্রিকভাবে অনিয়মিত অভিবাসনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে৷ ২০২৩ সালে অন্তত দুই লাখ ৬৬ হাজার ২৪৪ জন অনিয়মিত অভিবাসী জার্মানিতে এসেছেন, যা তার আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৪ শতাংশ বেশি৷

তবে বেশিরভাগ সন্দেহভাজনকে জার্মান ফেডারেল পুলিশ গ্রেপ্তার করেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে৷

২০২৩ সালে ভিসামুক্ত চলাচলের ২৯টি দেশের শেঙ্গেন অঞ্চলের বহিঃসীমান্ত দিয়ে তিন লাখ ৮০ হাজার ২০০টি অনিয়মিত সীমান্ত পাড়ি দেয়ার প্রচেষ্টা রেকর্ড করেছে ইউরোপীয় সীমান্ত সুরক্ষা সংস্থা৷ ২০১৬ সালে পর এই সংখ্যাটি সর্বোচ্চ৷

জার্মানিতে অনিয়মিত অভিবাসীদের মধ্যে ৫৪ হাজার ২০৭ জন এসেছেন সিরিয়া থেকে৷ তুরস্ক থেকে এসেছেন ৩৫ হাজার ৭৩২ জন এবং আফগানিস্তান থেকে এসেছেন ৩৫ হাজার ৩৭০ জন৷

২০২৪ সালের প্রথম ছয় মাসে জার্মান সীমান্তে পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, অনিয়মিত অভিবাসীর সংখ্যা তার আগের বছরের তুলনায় অন্তত ৭ শতাংশ৷

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারের নির্দেশে গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে প্রতিবেশী দেশ পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং সুইজারল্যান্ডের সঙ্গে থাকা সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করে দেশটি৷ যা এখনো অব্যাহত রয়েছে৷

বিকেএ বলছে, ২০২৩ সালে অভিবাসী পাচারের রুটেও পরিবর্তন আসে৷ কারণ আগের বছরের তুলনায়, ২০২৩ সালে সেন্ট্রাল ভূমধ্যসাগর হয়ে ইটালি এবং পূর্ব ভূমধ্যসাগর হয়ে গ্রিস হয়ে শেঙ্গেনর বাহ্যিক সীমানা পেরিয়ে পাচার বেড়েছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com