বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

জাপান এবং সাউথ কোরিয়া’তে ভ্রমন ও বিজনেস ভিসা

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩
আমরা ২০১৫ সাল থেকে অত্যন্ত দক্ষতার সাথে শুধুমাত্র জাপান ও সাউথ কোরিয়া নিয়ে কাজ করছি।যাদের ৩ থেকে ৪ টি দেশ ভ্রমন করা আছে,তারা খুব সহজে জাপান এবং সাউথ কোরিয়ার ভিসা পেতে পারেন।
আমাদের সেবা সমূহঃ
১। ইনভাইটেশন (জাপান এবং সাউথ কোরিয়া)
২। ভিসা প্রসেস (জাপান এবং সাউথ কোরিয়া)
৩।হোটেল রিজার্ভেশন (জাপান এবং সাউথ কোরিয়া)
৪। মুসলিম ফ্রেন্ডলি হালাল ট্যুর প্যাকেজ (জাপান এবং সাউথ কোরিয়া)
৫। বিজনেস কনসালটেন্সি (জাপান এবং সাউথ কোরিয়া)
৬। মেকিং বিজনেস লিংক আপ (জাপান এবং সাউথ কোরিয়া)
প্যাকেজ এবং ইনভাইটেশন শর্তাবলী
১। ভ্রমন ইনভাইটেশন নিতে হলে আমাদের কাছ থেকে প্যাকেজ নেওয়া বাধ্যতামূলক।
(প্যাকেজে থাকছে-দর্শনীয় স্থান ভ্রমন/এয়ারপোর্ট ট্রান্সফার/গাইড/খাবার ইত্যাদি)
২। এআরডিবি ট্যুরস এন্ড ট্রাভেল গ্রাহকদের চাহিদা অনুসারে প্যাকেজ করে থাকে,তাই আপনারা যারা আমাদের কাছ থেকে ইনভাইটেশন নিতে ইচ্ছুক ,তারা প্রত্যেকে ইনভাইটেশন নেওয়ার আগে আমাদের ভ্রমনের তারিখ জানিয়ে দিবেন ,আমরা আপনাদের দেওয়া তথ্য অনুসারে প্যাকেজ ও ইনভাইটেশনের ব্যবস্থা করবো এবং সেই তারিখ মোতাবেক আপনাদের ভ্রমন করতে হবে।
৩।ভিসা ডিপেন্ড অন এমবাসি।
৪।ভিসা হওয়ার জন্য ইনভাইটেশন বাধ্যতামূলক নয়,এটা শুধুমাত্র সাপোর্টিং কাগজ হিসেবে ব্যবহৃত হয়।
৫। পাসপোর্ট জমা দিবেন আপনারা এবং ডেলিভারী আমরা নিব।(শুধুমাত্র প্যাকেজ যারা নিবে তাদের ক্ষেত্রে)
৮। ইনভাইটেশনের টাকার সাথে প্যাকেজ মূল্যের ২০% টাকা আপনাকে অগ্রীম প্রদান করতে হবে,ভিসা না হলে প্যাকেজের টাকা রিফান্ড করা হবে কিন্তু ইনভাইটেশন টাকা নন রিফান্ড।ভিসা হওয়ার পর যদি আপনারা প্যাকেজের নির্দিষ্ট সময়ে না যেতে পারেন তাহলে এই ২০% টাকা আমাদের ক্যান্সেল পলিসি অথবা জরিমানা স্বরূপ হিসেবে রেখে দেওয়া হবে । যা আপনাদের নিকট ফেরতযোগ্য নয়।
৯।উপরোক্ত শর্ততে আপনি রাজি হলে আমাদের অফিসে এসে আপনারা টাকা জমা দিয়ে রিসিপ্ট কপি নিবেন,আর নাহয় আমাদের কোম্পানির ব্যাংক একাউন্টে আপনারা টাকা জমা দিতে পারেন।
যোগাযোগের ঠিকানা
বাড়ী ৬/এ (৫ম তলা),মিল্ক ভিটা রোড,সেকশন-৭,পল্লবী,মিরপুর,ঢাকা-১২১৬।
মোবাইল-01938271703 (WHATSAPP)
ইমেইল[email protected]

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com