শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

জাপানে দক্ষ কর্মী পাঠাতে সমঝোতা স্মারক সই

  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

জাপানে দক্ষ কর্মী পাঠাতে আরও একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সরকার। চুক্তির আওতায় বিনামূল্যে বাংলাদেশি কর্মীদের ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। এমনকি, নির্বাচিত কর্মীরা বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাপানের ওনোডেরা ইউজার রান ইনর্কপোরেটের সঙ্গে এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এসময় আসিফ নজরুল বলেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর প্রচেষ্টা আরও সম্প্রসারিত হবে। প্রশিক্ষিত কর্মীদের সনদও দেবে জাপানি এই প্রতিষ্ঠানটি।

জাপান দূতাবাসের প্রতিনিধি জানায়, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে তরুণ ও মেধাবী কর্মী নিতে আগ্রহী। এখানে কর্মী হয়রানির সুযোগ নেই। বাংলাদেশি কর্মীরা কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, কার পেইন্টিং, ওয়েল্ডিং, অটোমোবাইল মেকানিক ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

এর আগে, আইএম জাপান নামক প্রতিষ্ঠানের আওতায় গত ৭ বছরে ৬৯৫ জন দক্ষ কর্মী জাপান গিয়েছে, যা এখনো চলমান আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com