যেকোন বাংলাদেশী পাসপোর্টধারী জাপানের কোন শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার পেলে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে এবং তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করে জমা দিলে ভিসা প্রসেসিং শুরু হবে।
ভিসার আবেদনের জন্য যে কাগজপত্র গুলো লাগবে
সঠিক ভাবে পূরণ কৃতফর্মটিপ্রতিকার্য দিবসে সকাল ৯ টা থেকে ১১.৩০ টার মধ্যে জমা দিতে হবে।
সাক্ষাৎকারপর্ব
ভিসাপ্রদান
ভিসা ফি
বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা আবেদন করতে কোন প্রকার ফি প্রয়োজন হয় না।
ভিসা সংক্রান্ত পরিষেবার সময়সূচী
ভিসাআবেদনফর্মেরবন্টন
|
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা |
রবিবার থেকে বৃহস্পতিবার |
ভিসা আবেদন পত্র জমা |
সকাল ৯ টা থেকে সকাল ১১.৩০ টা |
রবিবার থেকে বৃহস্পতিবার |
ভিসাআবেদনকারীদেরজন্যগেটবন্ধ |
সকাল ১১.২০ |
রবিবার থেকে বৃহস্পতিবার |
ভিসাআবেদনকারীরসাক্ষাৎকার |
সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা |
সাধারণত যে দিন কাগজপত্র জমা দেওয়া হয় ঐ দিন |
ভিসাপাসপোর্টডেলিভারি |
দুপুর ২.৩০ থেকে বিকাল ৩.৩০ |
সাধারণত সপ্তাহের সাত দিনই, সাক্ষাৎকারের পর |
ঠিকানা
Embassy of Japan Consular & Visa Section
Plot No. 5 & 7, Dutabash Road, Baridhara, Dhaka
Phone: (02)-984-0010
Fax: (02)-984-1591