মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

জমজমাট পাহাড়ে বেড়াতে যাওয়া; বাড়ছে টয় ট্রেনের সংখ্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

দার্জিলিং বেড়াতে যাচ্ছেন অথচ টয় ট্রেনে চাপচ্ছেন না এমন পর্যটক চট করে পাওয়া যায়না। এবার পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য খুশির খবর আনল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পর্যটকদের জন্য অতিরিক্ত চারটি টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। জানা গিয়েছে ১ মার্চ অর্থাৎ বুধবার থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত এই চারটি স্পেশাল টয় ট্রেন চলবে।

অতিরিক্ত ট্রেন চালানোর পাশাপাশি পর্যটক টানতে আরও কয়েকটি অভিনব প্রয়াস নিয়েছে হিমালয়ান রেলওয়ে। জানা গিয়েছে, চারটি অতিরিক্ত ট্রেনের প্রত্যেকটির সঙ্গেই একটি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার সংযোজন করা হয়েছে। সব মিলিয়ে এবারের পাহাড় ভ্রমণ যে আরও রোমাঞ্চকর হবে তাতে কোনও সন্দেহ নেই।

মাঝে করোনার কারণে অনেকটাই ধাক্কার মুখে পড়ে টয় ট্রেন। পর্যটক শূন্য থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে রেল। যদিও করোনা পর্ব মিটতেই অবস্থার পরিবর্তন হতে শুরু করে। বর্তমানে রোজই টয় ট্রেনে চাপতে অসংখ্য পর্যটক আসছেন। ট্রেনের সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই ফিরে যাচ্ছেন। তাই এবার বাড়তি পরিষেবা দিতেই রেলের এই নতুন পদক্ষেপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com