ভারতে কত কিছুই তো রয়েছে। হিমালয় থেকে শুরু করে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা এবং আরও নানা পাহাড়সারি। জঙ্গলে ঢাকা অনেক জায়গা। আবার সমুদ্রের ধারের দ্রষ্টব্য স্থান কম নয়।
অপার সৌন্দর্যের ডালি সাজানো ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে। যেখানে যাওয়া যায় নতুন কিছু উপভোগ করার সুযোগ। সেই ভারতের একটি অংশ হল মিনি ইন্ডিয়া বা ছোট ভারত।
ভারত বলতে যে মানচিত্রটি চোখের সামনে ফুটে ওঠে এটি অবশ্য তার অংশ নয়। তবে ভারতেরই অংশ। কলকাতা থেকে কেউ যেতে চাইলে একসময় জাহাজ ছাড়া উপায় ছিলনা। এখন অবশ্য বিমান সংযোগ রয়েছে।
বঙ্গোপসাগরের ওপর একদিকে আন্দামান সাগরকে রেখে এই দ্বীপের সমাহার সকলের কাছে আন্দামান নামে পরিচিত। একে অনেকেই মিনি ইন্ডিয়া বলে ডেকে থাকেন।