দার্জিলিং আর সিকিমের জোড়থাংয়ের মাঝামাঝি বিজনবাড়ি ব্লকের এই ছোট্ট গ্রাম ঝেঁপি। প্রকৃতি যেন উজাড় করে সৌন্দর্য ঢেলেছে এখানে। শিলিগুড়ি থেকে ১১৫ কিমি দূরে অবস্থিত এই ঝেপি যাওয়ার ঝক্কিও খুব সামান্যই। এনজেপি থেকে সরাসরি ঝেপি যাওয়ার গাড়ি ভাড়া করতে পারেন।
নয়ত দার্জিলিং-এ একরাত কাটিয়েও ঝেপির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। দার্জিলিং থেকে ঝেপির দূরত্ব মাত্র ৩৫ কিঃমিঃ। থাকার জন্য পেয়ে যাবেন হোমস্টে। সেই সব হোমস্টের পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। সারি সারি পাহাড়ের মাঝে ঝুপ ঝুপ পাতা পড়ার শব্দ। নাম না জানা পাখির ডাক, ঝর্নার আওয়াজ, সবে মিলিয়ে সে এক স্বর্গীয় অনুভুতি।
বিজনবাড়ি থেকে প্রায় ৯ কিমি দূরের এই নির্জন পাহাড়ি গ্রাম। এই গ্রামের বাসিন্দাও খুব বেশি নয়। তবে আপনি গেলে আপনার আতিথেয়তার অভাব হবেনা। অনেকে তো আবার কেবল পাখি দেখার জন্যেই ঝেপিতে আসেন। দুই তিনদিন থেকে চলে যান দার্জিলিং-য়ে।
তবে বর্ষাকালে ঝেপির সৌন্দর্য যেন একটু বেশিই খোলতাই হয়ে যায়। বিস্তৃত চা বাগানের মধ্যে মাথা উঁচু করে রয়েছে প্রাচীন মন্দির। এখান থেকে মিনিট দশেকের ট্রেকিং করে চলে যেতে পারেন সেই মন্দিরে। শিব, গণেশ, হনুমানজীর বিগ্রহ এই নির্জন জায়গায় যেন অন্যরকম অনুভূতি দেয়।