শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

ছুটির দিনে মেঘ–পাহাড়ের দেশে মালয়েশিয়ার প্রবাসীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার অনিন্দ্যসুন্দর একটি দেশ মালয়েশিয়া। প্রতিকূল আবহাওয়া, খাদ্যাভ্যাস, ধর্ম ও সংস্কৃতির অনেকাংশে মিল থাকায় শ্রমবাজারে বাংলাদেশিদের পছন্দের তালিকায় বেশ ওপরেই থাকে দেশটি। আবার কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এখানকার নিয়োগকর্তাদের মনেও জায়গা করে নিয়েছে বাংলাদেশিরা। মালিক-শ্রমিকের বোঝাপড়ায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থান এখন সবার ওপরে।

সময় আর সুযোগ পেলে কর্মব্যস্ত এ প্রবাসজীবনে মাঝেমধ্যে ঘুরতে বের হন প্রবাসীরা। এরই অংশ হিসেবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে মেঘ–পাহাড়ের দেশ পাহাং রাজ্যের ক্যামেরন হাইল্যান্ড ভ্রমণের আয়োজন করেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে ক্যামেরন হাইল্যান্ড ভ্রমণে অংশ নেন বিভিন্ন স্থানের ৭০ জন প্রবাসী।

সাজানো–গোছানো ক্যামেরন হাইল্যান্ডসের সৌন্দর্য বৃদ্ধিতে অবদান রয়েছে বাংলাদেশি কর্মীদের। এখানকার দর্শনীয় স্থানের সবখানেই বাংলাদেশি কর্মীর দেখা মিলবে, তবে বিশেষ করে বলতে হলে সবজির বাগানগুলোতে একচেটিয়া বাংলাদেশিদের আধিপত্য।

 মালয়েশিয়ার প্রবাসজীবনে মাঝেমধ্যে ঘুরতে বের হন প্রবাসীরা
মালয়েশিয়ার প্রবাসজীবনে মাঝেমধ্যে ঘুরতে বের হন প্রবাসীরাছবি: লেখকের পাঠানো

প্রথমবারের মতো ক্যামেরন হাইল্যান্ডস ঘুরতে যাওয়া অনেক প্রবাসীর কাছে এই ট্যুরটা ছিল স্বপ্নের মতো। আর এই স্বপ্নপূরণে সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাঁদের ধন্যবাদ দিতেও ভুল করেননি ট্যুরে অংশ নেওয়া প্রবাসীরা।

ভ্রমণে বাড়তি মাত্রা যোগ করে ২১ ফেব্রুয়ারির ছবিযুক্ত একই ধরনের টি-শার্ট আর যাওয়া–আসার পথে আবৃত্তি, গান, অভিনয়সহ নানা ধরনের আয়োজন ও র‌্যাফেল ড্র। এত ব্যস্ততার মাঝেও সমবেত কণ্ঠে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশনে ভুল করেননি তাঁরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com