বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
Uncategorized

ছুটিতে দুবাই চলুন

  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
Metro Train and Skyline of Dubai Financial Centre

বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমান বন্দর দুবাই ৷ কিন্তু এই বিমান বন্দরে বাইরে রয়েছে আলো ঝলমলে এক শহর ৷ যেখানে চোখ পড়বে সেখানেই নতুন কিছু ৷ সেখানেই ধরা পড়বে ঐতিহ্য, শিল্পের এক আশ্চর্য মিশেল ৷ চলে যান দুবাইয়ে ৷ ডুব দিন এক নতুন সাম্রাজ্যে ! কী কী দেখবেন?

দুবাই ডাউনটাউন:

কীভাবে যাবেন-দুবাই বিমানবন্দর থেকে ট্যাক্সি নিয়ে নিন ৷ মাত্র ১৫ মিনিটে পৌঁছে যান দুবাই ডাউনটাউনে ৷

পুরনো দুবাইয়ের মোহময়ী রূপ-

ঝকঝকে শহরের মাঝখানে ঐতিহ্যের মিশেল ৷ চোখ রাখুন পুরনো দুবাইয়ের অন্দরে ৷ ফাহিদির ঐতিহাসিক রূপের ৷ দেখুন দুবাই মিউজিয়াম ৷ ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে বিশ্রাম নিন XVA Café-তে ৷ চুমুক দিন স্পেশাল রসনায় ৷

কীভাবে যাবেন–

বিমান বন্দর থেকে ট্যাক্সিতে পৌঁছে যেতে পারেন ৷ কিংবা যেতে পারেন মেট্রো করে আল ফাহিদিতে ৷

মন জোড়ানো কাইট সমুদ্র সৈকতকাইট সমুদ্র সৈকতে গা ভাসিয়ে দিন ৷ মন-প্রাণ জুড়িয়ে যাবে, সমুদ্রের হাওয়ায় আপনি একেবারে চাঙ্গা ৷ যারা ওয়াটার স্পোর্টস পছন্দ করেন তাঁদের জন্য তো সব পেয়েছির আসর এই কাইট সমুদ্র সৈতক ৷ এখানে খেলতে পারেন আরবিয়ান গলফও !

শপিং ফান্ডা

শপিং করুন চুটিয়ে ৷ দুবাইয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র শপিং মল ৷ ঢুঁ মারুন ৷ গোটা বিশ্বের সব ব্র্যান্ড যেন একসঙ্গে হাজির হয়েছে দুবাইয়ে ৷ ব্যাগে পুরে ফেলুন আপনার মন পসন্দ জিনিসপত্র! চুটিয়ে করুন উইন্ডো শপিং ৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com