চীনে সদ্য মুক্তিপ্রাপ্ত একটি ভিডিও গেম ঘিরে চলছে ব্যাপক বিতর্ক। ‘রিভেঞ্জ অন গোল্ড ডিগার্স’ নামে ওই লাইভ অ্যাকশন গেমের কাহিনি গড়ে উঠেছে প্রেমের ছলচাতুরি এবং অর্থলোভী নারীদের কেন্দ্র করে। খেলোয়াড়দের সিদ্ধান্ত অনুযায়ী গল্পের মোড় পাল্টে যেতে পারে, যা গেমটিকে ইন্টারঅ্যাকটিভ করে তোলে।
গেমটি গত মাসে প্রকাশের পরপরই গেমিং প্ল্যাটফর্ম স্টিমে বিক্রির শীর্ষে উঠে আসে। তবে এর সঙ্গে সঙ্গেই শুরু হয় সমালোচনা—অনেকেই দাবি করেন, এই গেম লিঙ্গ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিচ্ছে এবং নারীদের প্রতি বিদ্বেষ উসকে দিচ্ছে।
প্রকাশের একদিন পরই গেমটির নাম বদলে রাখা হয় ‘ইমোশনাল অ্যান্টি-ফ্রড সিমুলেটর’। তবুও বিতর্ক থামেনি। পরিচালক, হংকংয়ের চলচ্চিত্র নির্মাতা মার্ক হু-কে চীনের একাধিক সামাজিক মাধ্যম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
মার্ক হু দাবি করেন, তার উদ্দেশ্য কখনোই নারীবিদ্বেষ ছড়ানো ছিল না। বরং তিনি আধুনিক প্রেম-সম্পর্কের জটিলতা ও আবেগজনিত প্রতারণা নিয়ে আলোচনার সুযোগ তৈরি করতে চেয়েছেন।
তবে অনেক নারী গেমটিকে অপমানজনক বলে অভিহিত করেছেন। সিউ ইকুন নামের একজন খেলোয়াড় বলেন, ‘এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক সৃষ্টি করে বিক্রি বাড়ানোর চেষ্টা।’ তার মতে, ‘গোল্ড ডিগার’ শব্দটিই নারীদের হেয় করার জন্য ব্যবহৃত হয়।
তিনি আরও বলেন, ‘একজন নারী যদি ধনী প্রেমিক খুঁজে পান, বা নিজেকে আকর্ষণীয় করে তোলেন—তাতেই তাকে ‘গোল্ড ডিগার’ বলা হয়। এ শব্দের মধ্যেই লুকিয়ে আছে বিদ্বেষ।’
অন্যদিকে কিছু গেমার মনে করেন, সমালোচনার মাত্রা বাড়াবাড়ি। ৩১ বছর বয়সী ঝুয়াং মেংশেং বলেন, ‘গেমটি তো বলেনি সব নারীই এমন। অর্থলোভ তো নারী-পুরুষ উভয়ের মধ্যেই থাকতে পারে।’
সমালোচকেরা এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, গেমটিতে কেবল নারীদেরই প্রতারক হিসেবে উপস্থাপন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমেও রয়েছে মতবিরোধ—হুবেইয়ের একটি সংবাদপত্র যেখানে গেমটিকে নারীবিদ্বেষী বলেছে, সেখানে বেইজিং ইয়ুথ ডেইলি গেমটির ‘সৃজনশীলতা’ এবং প্রতারণাবিরোধী বার্তার প্রশংসা করেছে।
চীনের জাতীয় প্রতারণা প্রতিরোধ কেন্দ্রের তথ্যমতে, ২০২৩ সালে প্রেমের ফাঁদে ফেলে প্রায় ২ বিলিয়ন ইউয়ান আত্মসাৎ করা হয়েছে।
সব বিতর্ক সত্ত্বেও গেমটির জনপ্রিয়তা কমেনি। এটি এখন চীনের উইন্ডোজ ডেস্কটপ গেমগুলোর মধ্যে শীর্ষ দশে অবস্থান করছে। এমনকি জনপ্রিয় গেম ‘ব্ল্যাক মিথ: য়ুকোং’-কেও বিক্রিতে ছাড়িয়ে গেছে।
অনেকে ধারণা করছেন, গেমটির পেছনে অনুপ্রেরণা রয়েছে ‘ফ্যাট ক্যাট’ নামে পরিচিত এক ব্যক্তির জীবনের ঘটনা থেকে। তিনি প্রেমে প্রতারণার অভিযোগ তুলে আত্মহত্যা করেছিলেন। যদিও তদন্তে তাঁর প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ মেলেনি।
নারী অধিকারকর্মীদের মতে, এই গেম চীনে প্রচলিত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে আরও পুষ্টি দিচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির নেতারাও নারীদের ‘ভালো স্ত্রী ও মা’ হওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এমনকি নারীবাদী আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়নের নজিরও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বিবিসি-কে বলেন, ‘এই গেম শুধু লিঙ্গভিত্তিক বিদ্বেষ বাড়াবে। আবারও নারীদের দুর্বল ও নির্ভরশীল হিসেবে তুলে ধরা হচ্ছে।’
সূত্র: দৈনিক ইত্তেফাক