ভিয়েতনামের বাজেট এয়ারলাইন ভিয়েতজেট এপ্রিলের মাঝামাঝি থেকে প্রথমবারের মতো চীনের তৈরি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
এসব ফ্লাইটে চীনের তৈরি করা কমাক এআরজে২১-৭০০, যেটি সি৯০৯ নামেও পরিচিত, উড়োজাহাজ ব্যবহার করা হবে।
ভিয়েতজেটের এক বিবৃতির বরাতে এমনটি জানিয়েছে রয়টার্স।
নথির তথ্য অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল রাজধানী হ্যানয় থেকে ভিয়েতনামের দক্ষিণ উপকূলের কন দাও দ্বীপে চারটি ফ্লাইট পরিচালনা করবে এই এয়ারলাইন। একই দিনে ভিয়েতনামের বাণিজ্যিক শহর হো চি মিন সিটি থেকেও কন দাও গন্তব্যে চারটি ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে।
তবে, এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে, বিমান সংস্থা ভিয়েতজেট তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।