শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

চাইলে বাজেটের মধ্যে ইউরোপ ভ্রমণ করতে পারবেন

  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩

ইউরোপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মহাদেশ। বিশেষ করে পর্যটকদের কাছে। কিন্তু সত্যি বলতে কী, ইউরোপের দেশ ভ্রমণ করতে গেলে পকেটের জোর থাকতে হয়। সাধারণ মধ্যবিত্ত ভারতীয় পর্যটকের কাছে ইউরোপ ভ্রমণ অনেকটা স্বপ্নের মতো। কারণ ফ্লাইট থেকে শুরু করে দর্শনীয় স্থান ভ্রমণ, হোটেল খরচ থেকে শুরু করে খাবার পর্যন্ত সবকিছুই অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু এখন চাইলে বাজেটের মধ্যে ইউরোপ ভ্রমণ করতে পারবেন। ভারত থেকে ইউরোপের কিছু দেশ ভ্রমণ করতে খরচ হবে আয়ত্তের মধ্যেই।

ইউরোপের ছয়টি দেশে আপনি ৮০০ থেকে ৯০০ টাকায় থাকতে পারবেন। ৬০০ টাকার মধ্যে খাবার খেতে পারবেন এবং ভারত থেকে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে ইউরোপের এই দেশগুলিতে পৌঁছাতে পারবেন। তাহলে এই দেশগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

আলবেনিয়া
ভারত থেকে ভ্রমণের জন্য সবচেয়ে সাশ্রয়ী ইউরোপীয় দেশগুলির মধ্যে অন্যতম আলবেনিয়া। আলবেনিয়া একসময় প্রাচীন গ্রিসের রোমান এবং অত্তোমান সাম্রাজ্যের অংশ ছিল। এখানে বেড়াতে গেলে খাবারের জন্য প্রতিদিন ৯০০ টাকা খরচ হবে। প্রতিদিন ৬০০ থেকে ৮০০ টাকা খরচ হবে থাকার জন্য। এবং ভারত থেকে আলবেনিয়া যাওয়ার ফ্লাইটে খরচ পড়বে ২৫ থেকে ৩০ হাজার টাকা।

অস্ট্রিয়া
অস্ট্রিয়া একটি অপূর্ব সুন্দর দেশ। এই স্থান পর্যটকদের দারুণ পছন্দের। অস্ট্রিয়াতে ভিয়েনা এবং সালজবার্গ সহ দেখার মতো বেশ কয়েকটি শহর রয়েছে। এখানে খাবারের জন্য প্রতিদিন প্রায় ১০০০ টাকা খরচ হবে, থাকার জন্য খরচ হবে দৈনিক ১৮০০ থেকে ২০০০ টাকা এবং ওয়ান ওয়ে ফ্লাইটের টিকিট বাবদ খরচ হবে ২৫ থেকে ২৮ হাজার টাকা।

বুলগেরিয়া
বুলগেরিয়া ইউরোপের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত এবং ইদানিং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় একটি দেশ। ইউরোপীয় দেশের মধ্যে পর্যকদের কাছে এই স্থান অত্যন্ত সাশ্রয়ী। এখানে দৈনিক খাবার খরচ হয় প্রায় ৮০০ টাকা। থাকার খরচ ১৮০০ থেকে ২০০০ টাকা। এবং ফ্লাইটের খরচ ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা।

এস্তোনিয়া
উত্তর ইউরোপের একটি সুন্দর দেশ হল এস্তোনিয়া। দেশের সরকারি নাম এস্তোনিয়া প্রজাতন্ত্র। এই দেশের সংস্কৃতি বেশ অনন্য। গাড়ি কিংবা মোটরবাইকে করে এই দেশ ঘোরার মজাই আলাদা। এখানে দৈনিক খাবার খরচ প্রায় ৯০০ টাকা এবং থাকার খরচ ১১০০ থেকে ১২০০ টাকা। ভারত থেকে এস্তোনিয়া যেতে ফ্লাইটে একদিকের খরচ পড়বে ৩০ হাজার থেকে ৩২ টাকা।

ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া একটি প্রাক্তন যুগোস্লাভিয়ান দেশ। এখানে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। ভারতীয় পর্যটকদের বেড়ানোর জন্য আদর্শ একটি স্থান। এখান বেড়াতে গিয়ে দৈনিক খাবারের খরচ পড়তে পারে প্রায় ৯০০ টাকা। থাকার জন্য খরচ হতে পারে দৈনিক ১২০০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত এবং ফ্লাইটের এরদিকের খরচ পড়বে ৩২,০০০ থেকে ৩৪,০০০ টাকা।

চেক প্রজাতন্ত্র
ভ্রমণের জন্য চেক প্রজাতন্ত্রও একটি দুর্দান্ত জায়গা। এবং সেরা ইউরোপীয় দেশগুলির মধ্যে এটি অন্যতম। এছাড়াও চেক প্রজাতন্ত্রে অনেক আকর্ষণীয় ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান রয়েছে। খাবার এবং বাসস্থান সম্পর্কে বলতে গেলে, এখানে দৈনিক খাবার খরচ প্রায় ৭০০ টাকা। থাকার খরচ ১৩০০ থেকে ১৪০০ টাকা। এবং ফ্লাইটের খরচ ৩২,০০০ থেকে ৩৪,০০০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com