শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

চমক নিয়ে আসছে ‘স্পাইডার-ম্যান’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

বিশ্বজুড়ে স্পাইডার-ম্যান সিরিজের সিনেমার জনপ্রিয়তা কতখানি, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন। ‘স্পাইডার-ম্যান’ ভক্তদের জন্য সুখবর এই ফ্রাঞ্চাইজির চতুর্থ সিনেমা আসতে চলেছে। তবে এবার খানিক অন্য মোড়কে নতুন নামে আসছে এই সিনেমা। 

পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ইতোমধ্যেই ঘোষণা করেছেন নতুন সিনেমার। টম হল্যান্ড হতে চলেছে এই ছবির নায়ক। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির নতুন নামও চূড়ান্ত করেছে সনি পিকচার্স। ‘স্পাইডার-ম্যান’ এখন ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

একইসঙ্গে ছবি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ‘দ্য হলিউড রিপোর্টার’ সূত্রে জানা যায়, সোমবার ‘সিনেমাকন ফেস্টিভ্যালে’ ‘স্পাইডার ম্যান ৪’-এর ঘোষণা করেছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন জানান, এই প্রোজেক্টটি নিয়ে তিনি ভীষণই আগ্রহী। ক্রেটন এর আগে ‘দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস’ও পরিচালনা করেছিলেন। তিনি নিজেও স্পাইডার ম্যান চরিত্রটির একজন বড় ভক্ত।

‘স্পাইডার ম্যান ৪’-এর নাম ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ঘোষণার পাশাপাশি ছবি মুক্তির তারিখও ঘোষণা করেছেন। সিনেমাটি আগামী বছর ৩১ জুলাই ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অভিনেতা টম হল্যান্ড ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ তার জীবনের একটি নতুন অধ্যায়। পরিচালকের কথায়, এই সিনেমাটি আগের সবক’টি সিরিজের থেকে আলাদা। দর্শকদের একেবারে অন্যরকম অভিজ্ঞতা হবে বলে তিনি আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com