বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

চবিতে শহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের বিখ্যাত কলরব শিল্পীগোষ্ঠী, সালেহিন শিল্পীগোষ্ঠী ও রেসালাহ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় এ অনুষ্ঠান। হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে মেতে ওঠে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। বৃষ্টি উপেক্ষা করেই রাত ১১টা পর্যন্ত চলতে থাকে এ অনুষ্ঠান।

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হকের সভাপতিত্বে একই বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান রুমীর সঞ্চালনায় শুরু হয় এ অনুষ্ঠান।

ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাঈম ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ক্যাম্পাসে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ক্যাম্পাসের এমন পরিবেশ অকল্পনীয় ছিল। এতদিন শুধু একপাক্ষিক অনুষ্ঠান হয়ে আসছিল, কিন্তু এখন সকল মানসিকতার মানুষের মেলবন্ধনে নতুন আমেজ সৃষ্টি হচ্ছে। এটি সত্যিই প্রশংসনীয়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান জানান, আজ বড় আনন্দের দিন! বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে। শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ভিসি পেয়েছে। তার মধ্যে আবার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছি এ অনুষ্ঠান। এমন আয়োজন সবসময় হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com