শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট চালু আগামী বছর

  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩

আগামী বছরের মার্চে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করবে কাতার এয়ারওয়েজ।

গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় এয়ারলাইনসটি জানায়, ২০২৪ সালের ১১ মার্চ চট্টগ্রামের ফ্লাইট চালু করা হবে।

একই ঘোষণায় আরও নতুন ৬ গন্তব্য, ১১টি রুটে পুনরায় ফ্লাইট চালু এবং ৩৫ রুটে ফ্লাইট বাড়ানোর কথা জানানো হয়েছে।

চট্টগ্রাম ছাড়া নতুন রুটগুলো হলো-সাউথ সুদানের জুবা, কঙ্গোর কিনশাসা, ফ্রান্সের লিওঁ এবং তলুজ, ইন্দোনেশিয়ার মেদান ও তুরস্কের ট্রাবজোন।

এর মধ্যে ট্রাবজোনে প্রথম এ বছরের জুনে এবং সর্বশেষ চট্টগ্রামে আগামী ১১ মার্চ ফ্লাইট চালু হবে।

এয়ারলাইনসটির প্রধান নির্বাহী কর্মকর্তা আকবর আল বাকের বলেন, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের গ্রীষ্মকালে সপ্তাহে ৬৫৫টির বেশি ফ্লাইট পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com