ফেব্রুয়ারি মাসে এই গন্তব্যগুলোতে সাধারণত ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ কিছু আয়োজন থাকে।
ফেব্রুয়ারি মাসে এই গন্তব্যগুলোতে সাধারণত ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ কিছু আয়োজন থাকে।
দিন দিন বাংলাদেশিদের মাঝে মালদ্বীপের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ফলে বর্তমানে কিছু দেশীয় এয়ারলাইনসেই মালদ্বীপের সরাসরি ফ্লাইট পাওয়া যায়। এতে ফ্লাইটের সময় এবং খরচ দুইটাই কমে যায়।
প্রায় ১২০০ ছোট ছোট দ্বীপের সমন্বয়ে মালদ্বীপ দেশটি গঠিত। এই দ্বীপগুলো মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত আছে ব্যয়বহুল পাঁচতারা রিসোর্ট দ্বীপ। এসব রিসোর্টের পানির ওপর বিশেষ ‘ভিলা’গুলোর জন্যই মালদ্বীপ সুপরিচিত। অপরদিকে আছে স্থানীয় দ্বীপগুলো। এই দ্বীপগুলোতে থাকার খরচ মোটামুটি কক্সবাজারের সমতুল্য, আবার কিছু ক্ষেত্রে তার থেকেও কম। মাফুশি, উকুলহাউস, ধিগুরাহ ইত্যাদি স্থানীয় দ্বীপগুলো সবচেয়ে জনপ্রিয়। ফিরোজা রঙের পানি এবং সাদা বালির পরিষ্কার সমুদ্রসৈকত পাওয়া যায় এখানে। তা ছাড়া সাশ্রয়ী দামের মাঝে রয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও।
বিলাসবহুল রিসোর্টগুলোর অভিজ্ঞতা আবার একেবারেই ভিন্নরকম। শুধু হোটেল বুকিং নয়, রিসোর্টের সম্পূর্ণ ভ্রমণ প্যাকেজ নেওয়াই বুদ্ধিমানের কাজ। মালদ্বীপ দ্বীপরাষ্ট্র হওয়ায় যাতায়াতে স্পিডবোট ব্যবহার করা হয় কমবেশি। তাই এই রিসোর্টগুলোতে যেতে বিশেষ স্পিডবোটের ব্যবস্থা প্রয়োজন, যা আলাদাভাবে নিলে বেশ ব্যয়বহুল হয়। আবার রিসোর্টের ভেতরে খাবারের খরচও আলাদাভাবে নিলে অনেক বেশি। এসব কারণে সাধারণত মানুষজন এখানে খাবার এবং যাতায়াতসহ বুক করে থাকেন।
এই ১২০০ দ্বীপের মাঝে সেরা রিসোর্ট এবং হোটেলগুলো খুঁজে বের করা বেশ কষ্টকর। হাজার হাজার হোটেলের সমাহার নিয়ে এ ক্ষেত্রে সাহায্য করতে পারে গোযায়ান। দেশ-বিদেশের প্রায় সাত লাখ হোটেল আছে তাদের প্ল্যাটফর্মে। এই অ্যাপে রুমের ছবি, হোটেলের সুযোগ-সুবিধা, খাবারের ব্যবস্থা ইত্যাদি সব তথ্যই দেওয়া আছে। তাই সম্পূর্ণ অনলাইনেই বুক করে ফেলতে পারবেন আপনার জন্য সেরা হোটেলটি।
সময় কাটাবেন কিভাবে?
মালদ্বীপের সমগ্র ৯০,০০০ বর্গকিলোমিটার এলাকার মধ্যে মাত্র ২৯৮ বর্গকিলোমিটার ভূমি, বাকিটা সমুদ্র। তাই মালদ্বীপে গড়ে উঠেছে পানিকে ঘিরে বিভিন্ন রোমাঞ্চকর বিনোদনের ব্যবস্থা। স্কুবা ডাইভিং, স্নরকেলিং, সার্ফিং, ওয়াটার স্কি, স্কাইডাইভিং, জেট স্কি, প্যারাসেইলিং, পেডাল বোর্ডিং ইত্যাদি ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণ।
কিন্তু অনেকেই চান আরো আরামদায়কভাবে ছুটির দিনগুলো কাটাতে। তাদের জন্য আছে সমুদ্রের মাঝে সূর্যাস্ত দেখার বিশেষ ক্রুজ, বিভিন্ন দ্বীপ ঘুরে দেখার সুযোগ অথবা বিলাসবহুল স্পার অভিজ্ঞতা। চাইলে সময় কাটাতে পারেন নৌকায় চড়ে, ডলফিন দেখে অথবা কায়াকিং করে।
মালদ্বীপ অনেকের জন্যই স্বপ্নের একটি গন্তব্য। এই ফেব্রুয়ারি মাসই মালদ্বীপ ঘুরে আসার সেরা সময় হতে পারে আপনার জন্য। তাই এখনই পরিকল্পনা করে ফেলুন আপনার স্বপ্নের ভ্রমণটি।