শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

ঘুরে আসুন বাংলার এই ৩ টি হিল স্টেশন

  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ঘুরতে (Travel) ভালোবাসেন না এমন মানুষ সংখ্যা কম। কাজের ফাঁকে সুযোগ পেলেই একটু ঘুরে আসতে মন চায়। কখনো পাহাড়ে কখনো বা সমুদ্রে। এখন তো আবার গরম যেভাবে বাড়ছে, মানুষ পাহাড় কিছুটা সময় কাটিয়ে আসার পরিকল্পনা করছে। আপনিও যদি এই গরমে পাহাড়ে ঘুরতে যেতে চান, তবে আমরা দেব আপনাকে সেরা ঠিকানা। পরিবার নিয়ে কম খরচে ঘুরে আসুন পাহাড় থেকে। চলুন বিস্তারিত জেনে নিন।

Rangaroon Village

গরমের নাজেহাল হয়ে ওঠা মানুষ এখন পাহাড় ঘুরতে চাইছে। দেখতে চাইছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। তবে তার জন্য তো দার্জিলিং যেতে হবে। এ এবার নতুন কি। না তা একদমই নয়। আজ এমন এক জায়গার কথা আপনাদের জানাবো, যে জায়গায় গেলে পাহাড়ে ভ্রমণের (Hill Station Tour) স্বপ্ন পূরণ হবে। খরচও হবে খুব কম।

এই জায়গাটি দার্জিলিং (Darjeeling) থেকে মাত্র ১৬ কিলোমিটার দুরুত্বে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামটি পাহাড়ে ঘেরা, যার অপরূপ সৌন্দর্য আপনার মন মুগ্ধ করবে। পাহাড়ে ঘেরা এই স্থানটির নাম রঙ্গারুন (Rangaroon Village)। এখানে রয়েছে রঙ্গারুনটি এস্টেট (Rangaroon Tea Estate)। এস্টেটকে কেন্দ্র করে রয়েছে রঙ্গারুন পর্যটন কেন্দ্র।

Village

Village

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com