শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

ঘুরে আসুন এই ৫ টি দূর্দান্ত সমুদ্র সৈকতে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

ভ্রমন করতো কে না ভালোবাসে।কখনো পাহাড় বা কখনো আবার সমুদ্র সৈকত- যেখানে মন চায় ঘুরে আসেন অনেকে। আজ এমনই কিছু সুন্দর ও উপভোগ্য সমুদ্র সৈকতের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেখানে আপনারা জীবনের সেরা সময় কাটাতে পারেন। ঋষিকেশ থেকে মাত্র কয়েক কিমি দুরুত্বে অবস্থিত এই ছয়টি সমুদ্র সৈকত সম্পর্কে জেনে নিন (6 best Sea Beach Near Rishikesh)। এই সৈকতে ভ্রমণ করলে খরচ কম হবে এবং পাবেন গোয়ার মতো অনুভূতি।

১) ঋষিকেশের গোয়া সমুদ্র সৈকত (Rishikesh Goa Beach) :

Rishikesh

গোয়া ভ্রমণ করতে অনেকেই চান। তবে আজ যে সমুদ্র সৈকতের কথা বলবো সেটা গোয়ার মতোই, তবে এ এক অন্য গোয়া। এই গোয়া রয়েছে ঋষিকেশের কাছে। এই সৈকতে অনেকেই পিকনিক করতে যান। জীবনে শান্তি উপভোগ করতে চাইলে স্থানটি উপযুক্ত। বছরের যে সময়েই যান না কেন, সর্বদা এখানে ভিড় থাকে।

২) বশিষ্ঠ গুহা সমুদ্র সৈকত (Vashistha Cave Beach) :

Vashistha Cave Beach

ভারতে যে সব সুন্দর সমুদ্র সৈকত রয়েছে তারমধ্যে একটি হলো বশিষ্ঠ গুহা সমুদ্র সৈকত। এই স্থানে প্রাকৃতিক জিনিস গুলি খুব ভালো ভাবে উপভোগ করা যায়। এই স্থানে গুহার ভিতরে রয়েছে একটি মন্দিরও। এই সৈকতেই রয়েছে অরুন্ধতী গুহা। এই গুহার মধ্যে দিয়েই সাদা বলি ও নুড়ির পথ ধরে সৈকতে পৌঁছে যাবেন।

৩) ঋষিকেশের কৌদিয়ালা সমুদ্র সৈকত (Kaudiyala Sea Beach) :

Kaudiyala Sea Beach

ঋষিকেশ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রয়েছে কৌদিয়ালা সৈকত। এটি কৌদিয়ালা গ্রামে অবস্থিত। আপনি যদি র‍্যাফটিং করতে পছন্দ করেন তবে এটা আপনার জন্য দারুণ জায়গা। এই স্থানে আপনি নাইট ক্যাম্পিং করতে পারবেন। মার্চ থেকে জুন পর্যন্ত সময়ে এই স্থানে ভিড় জমে।

৪) শেরপা ক্যাম্পের কাছে সমুদ্র সৈকত (Sea Beach Near Sherpa Camp) :

Sea Beach Near Sherpa

শেরপা অ্যাডভেঞ্চার ক্যাম্পের কাছে রয়েছে আরো এক অপূর্ব সমুদ্র সৈকত। এখানেও আপনি পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। এটি শেরপা অ্যাডভেঞ্চার ক্যাম্প এবং ঋষিকেশ কটেজ থেকে প্রায় ৪০ কিমি দূরত্বে অবস্থিত। মূল সড়কের ক্যাম্পসাইট হোর্ডিং থেকে আরো ৬০০ মিটার উপরে উঠলে পৌঁছাবেন এখানে। আঁকা বাঁকা পথে সহজেই পৌঁছে যাবেন এখানে।

৫) ঋষিকেশের নিম সৈকত (Neem Sea Beach):

Neem Sea Beach

সাদা বালির পাহাড়ে ঘেরা নিম বিচে আপনি ঘুরে আসতে পারেন। ঋষিকেশের বিখ্যাত আলোহার কাছে রয়েছে এই নিম সৈকত। যেখানে সূর্যের কিরণ নীল জলে পরে ওই এলাকার এক অপূর্ব শোভা তৈরি করে। দিল্লি থেকে গাড়ি করে সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। জানিয়ে রাখি, ঋষিকেশে রিভার র‍্যাফটিং এর শেষ পয়েন্ট এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com