ভ্রমন করতো কে না ভালোবাসে।কখনো পাহাড় বা কখনো আবার সমুদ্র সৈকত- যেখানে মন চায় ঘুরে আসেন অনেকে। আজ এমনই কিছু সুন্দর ও উপভোগ্য সমুদ্র সৈকতের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেখানে আপনারা জীবনের সেরা সময় কাটাতে পারেন। ঋষিকেশ থেকে মাত্র কয়েক কিমি দুরুত্বে অবস্থিত এই ছয়টি সমুদ্র সৈকত সম্পর্কে জেনে নিন (6 best Sea Beach Near Rishikesh)। এই সৈকতে ভ্রমণ করলে খরচ কম হবে এবং পাবেন গোয়ার মতো অনুভূতি।
গোয়া ভ্রমণ করতে অনেকেই চান। তবে আজ যে সমুদ্র সৈকতের কথা বলবো সেটা গোয়ার মতোই, তবে এ এক অন্য গোয়া। এই গোয়া রয়েছে ঋষিকেশের কাছে। এই সৈকতে অনেকেই পিকনিক করতে যান। জীবনে শান্তি উপভোগ করতে চাইলে স্থানটি উপযুক্ত। বছরের যে সময়েই যান না কেন, সর্বদা এখানে ভিড় থাকে।
শেরপা অ্যাডভেঞ্চার ক্যাম্পের কাছে রয়েছে আরো এক অপূর্ব সমুদ্র সৈকত। এখানেও আপনি পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। এটি শেরপা অ্যাডভেঞ্চার ক্যাম্প এবং ঋষিকেশ কটেজ থেকে প্রায় ৪০ কিমি দূরত্বে অবস্থিত। মূল সড়কের ক্যাম্পসাইট হোর্ডিং থেকে আরো ৬০০ মিটার উপরে উঠলে পৌঁছাবেন এখানে। আঁকা বাঁকা পথে সহজেই পৌঁছে যাবেন এখানে।
সাদা বালির পাহাড়ে ঘেরা নিম বিচে আপনি ঘুরে আসতে পারেন। ঋষিকেশের বিখ্যাত আলোহার কাছে রয়েছে এই নিম সৈকত। যেখানে সূর্যের কিরণ নীল জলে পরে ওই এলাকার এক অপূর্ব শোভা তৈরি করে। দিল্লি থেকে গাড়ি করে সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। জানিয়ে রাখি, ঋষিকেশে রিভার র্যাফটিং এর শেষ পয়েন্ট এটি।