বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

ঘুরে আসুন উত্তরবঙ্গের এই হিল স্টেশন থেকে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

গরমের দাপটে পুড়ছে গোটা বঙ্গ। গরমের ছুটিও পড়ে গিয়েছে স্কুল কলেজে। তাই বাড়িতেই রয়েছেন সকলে। এইসময় অনেকেই মনকে শান্তি দিতে পাহাড়ে বেড়িয়ে আসেন। মন ও শরীরের শান্তি চাইতে এইসময় অনেকেই পাহাড়ের কাছে গিয়ে শান্তি খোঁজেন। পাহাড়ের নিবিড়তা ও বিশালতা মুগ্ধ করে সকল মানুষকে। তাই এইসময় পাহাড়ে ভিড় জমান অসংখ্য মানুষ।

beautiful place

কিন্তু পাহাড় বলতে সকলে বোঝেন দার্জিলিং বা সিকিম। এর বাইরে বিশেষ কেউ যান না। কিন্তু আশেপাশে রয়েছে প্রচুর ছোটো ছোটো গ্রাম যা বর্তমানে মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। তার মধ্যে একটি গ্রাম হল সীমানাদারা। এই গ্রামটির সৌন্দর্য মুগ্ধ করবে সকলকে। জায়গাটি উত্তরবঙ্গের লুকানো স্বর্গ। প্রকৃতি নিজেকে উজাড় করেছে এই গ্রামে।

Simanadara

এখানে একবার গেলে আর আপনার ফিরতে ইচ্ছে করবে না সমতলে। জঙ্গল ও পাহাড়ের মাঝে এই গ্রাম আপনাকে প্রশান্তি এনে দেবে। রংপো নদীর ধারে কালিম্পং-এর একটি ছোট্ট গ্রাম হল সীমানাদারা। নিউ জলপাইগুড়ি থেকে খুব সহজেই যাওয়া যায় এই জায়গায়। এটি নিউ জলপাইগুড়ি থেকে আনুমানিক ৮৮ কিলোমিটার দূরে। এখানে থাকার জন্য রয়েছে একাধিক হোমস্টে। সেখানে কয়েকদিন কাটিয়ে আসতে পারেন।

Simanadara2

হোমস্টে-তে বসে আপনি আশেপাশে থাকা পাখির ডাক ও নদীর জলের শব্দ শুনতে পাবেন। এখান থেকে পায়ে হেঁটে যেতে পারবেন রংপো নদী দেখতে। এছাড়া এখানে দেখার জন্য রয়েছে রামধুরা, দূরপিনদারাও, পেডং কোলাখাম, সিলারিগাঁও জায়গাগুলি। তাই গরমের দাপট থেকে বাঁচতে কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারেন সীমানাদারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com