রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

গ্রোক এআই চ্যাটবটের নতুন সংস্করণ চালু করে বিপাকে এক্স

  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

গত সপ্তাহে এক্সের (সাবেক টুইটার) প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য গ্রোক এআই চ্যাটবটের নতুন দুটি সংস্করণ ‘গ্রোক ২’ ও ‘গ্রোক ২ মিনি’ মডেল উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআই। সংস্করণ দুটি ব্যবহার করে লিখিত প্রম্পট থেকে দ্রুত কৃত্রিম ছবি তৈরি করা যায়। আর তাই সংস্করণ দুটি চালুর পরপরই গ্রোক এআই চ্যাটবটের মাধ্যমে ভুয়া বা ডিপফেক ছবি তৈরি করে এক্সে প্রকাশ করছেন ব্যবহারকারীরা।

গ্রোক ২ এআই চ্যাটবট দিয়ে তৈরি কৃত্রিম ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, ডিপফেক ছবি তৈরির পাশাপাশি অশ্লীল ছবিও তৈরি করে দিচ্ছে চ্যাটবটটি। অনেক ছবি মেধাস্বত্ব লঙ্ঘনের পাশাপাশি হাস্যরসের সৃষ্টি করেছে। এ ছাড়া ছবিগুলো যেকোনো ব্যক্তির চেহারার আদলে তৈরি করায় ভুল তথ্য ছাড়ানোর অভিযোগে ভবিষ্যতে আইনি জটিলতাও তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গ্রোক এআই চ্যাটবটের মাধ্যমে তৈরি উদ্ভট ও অবাস্তব ছবিগুলোর কারণে প্রাথমিকভাবে হাস্যরস তৈরি হলেও এগুলো ব্যক্তির গোপনীয়তা এবং সুরক্ষার জন্য বিপজ্জনক। একইভাবে মেধাস্বত্ব আইনও লঙ্ঘন হতে পারে। পাশাপাশি অশ্লীল ছবি তৈরির কারণে চ্যাটবটটি অনলাইনে উদ্বেগ বাড়াচ্ছে। এমনিতেই এআই টুল ব্যবহার করে তৈরি কনটেন্ট বা আধেয় দিয়ে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানোর শঙ্কা থাকে। এক্সের নতুন এই এআই টুল সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে।

প্রাথমিকভাবে এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা গ্রোক এআই চ্যাটবট ব্যবহার করে কৃত্রিম ছবি তৈরি করে সরাসরি এক্সে প্রকাশ করতে পারেন। দুটি সংস্করণেই সহজে বার্তা ও কোড লেখার পাশাপাশি বিভিন্ন কাজে উন্নত অভিজ্ঞতা পাওয়া যায়। আগামী মাসে এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও সংস্করণ দুটি ব্যবহারের সুযোগ চালু হতে পারে।
সূত্র: নিউজ১৮ ডটকম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com