সাংবাদিক জন মিলার রিপোর্টে বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন কিভাবে প্রস্তুত করা যায় তা নিয়ে শহর, রাজ্য এবং কেন্দ্রীয় আইন প্রয়োগকারী এজেন্সিগুলো নিউ ইয়র্ক সিটিতে সপ্তাহজুড়ে মিটিং করছিল। ওদিকে কেন ট্রাম্পকে অভিযুক্ত করা হতে পারে এ বিষয়ে ট্রাম্প নিজে বিস্তারিত কিছু বলেননি।
তবে তার আইনজীবী টিম আশঙ্কা করছেন, ট্রাম্পের বিরুদ্ধে শিগগিরই অভিযোগ গঠন করা হতে পারে। পরের ধাপ নিয়ে প্রস্তুতি চলছে। আনুষ্ঠানিক অভিযোগের পর ম্যানহাটানে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে চাইছেন সাবেক এই প্রেসিডেন্ট। তারপর তিনি বক্তব্য দিতে পারেন। শনিবারই বিষয়ে ম্যানহাটান ডিস্ট্রিক্ট এটর্নির অফিস, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে সিএনএন। কিন্তু তারা কোনো মন্তব্য করেনি।
ওদিকে ব্যক্তিগতভাবে ট্রাম্প অভিযোগ করেছেন, তিনি মনে করেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে। এর একমাত্র কারণ হলো তাকে ঘৃণা করেন ম্যানহাটান ডিস্ট্রিক্ট এটর্নি আলভিন ব্রাগ। তবে এবারও তিনি এমন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানে ক্ষমতার শেষ দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কারণ, ২০২১ সালের ৬ই জানুয়ারি তার উস্কানিতে সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালায়। তবে এবারের প্রতিবাদ কেমন হবে তা বলা যাচ্ছে না।