বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

গ্রিসে তীব্র গরমে বাইরে কাজ না করার নির্দেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

তীব্র গরমে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মীদের বাইরে কাজ না করাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন গ্রিস সরকার। এ সপ্তাহে আরেক দফা তাপপ্রবাহের আশঙ্কা থাকায় এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

গ্রিক শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেসব পেশার লোকদের ঘরের বাইরে কাজ করা বন্ধ থাকবে, তাদের মধ্যে— বিল্ডার, ফুড ডেলিভারি রাইডার, কুরিয়ার ও জাহাজ শ্রমিক অন্যতম।

আগামী ১৯ জুলাই পর্যন্ত দক্ষিণপূর্ব ইউরোপীয় দেশটির কিছু অংশে তাপমাত্রার পারদ ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত জুন মাস থেকে বারবার তীব্র গরমের মুখোমুখি হচ্ছে গ্রিস। এতে দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাহত হয়েছে, তেমনি ছড়িয়ে পড়েছে শত শত দাবানল।

আবহাওয়াবিদরা বলছেন, জুলাই মাস শেষ হওয়ার আগে তাপমাত্রা খুব একটা কমবে না।

গ্রিসে প্রচণ্ড গরমে গত মাসে জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক মাইকেল মোসলেসহ অন্তত ছয় পর্যটক মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com