1. [email protected] : চলো যাই : cholojaai.net
গ্রিনটেক রিসোর্ট
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
Uncategorized

গ্রিনটেক রিসোর্ট

  • আপডেট সময় শনিবার, ১৫ মে, ২০২১

নগরের যান্ত্রিক কোলাহল থেকে নিরিবিলি ছায়াঘেরা পরিবেশে কিছু সময় কাটাতে কার না মন চায়? গাছপালা আর প্রাকৃতিক পরিবেশে ছাওয়া বেশ কিছু রিসোর্ট গড়ে উঠেছে রাজধানী ঢাকার খুব কাছের জেলা গাজীপুরে। জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত গ্রিন টেক রিসোর্টটি তেমনই একটি রিসোর্ট।

মন আর মগজের মরিচাগুলো একেবারে ঝেরে ফেলতে ঘুরে আসতে পারেন এখান থেকে। এই রিসোর্টের ঘরগুলোও প্রশান্তি এনে দেয়ার মতো। প্রত্যন্ত এলাকায় মনোরম দৃশ্য ও ঢাকার খুব কাছে হওয়ায় প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আনাগোনা থাকে সবসময়।

রিসোর্টটি প্রায় ২৫ বিঘা জমির উপর নির্মিত। শুধু রাজধানী নয়, দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই রিসোর্টটি।

খাবার:

রিসোর্টের অতিথিদের খাওয়া-দাওয়ার জন্য রয়েছে নান্দনিক একটি রেস্তোরাঁ। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর এবং রাতের খাবার পাওয়া যাবে এখানে। মেনুতে থাই, চায়নিজ, ইন্ডিয়ান এবং দেশীয় সব খাবার পাবেন। দাম একেবারে সস্তাও নয় আবার খুব বেশিও না। খাবারের মানও বেশ ভালো। একসাথে প্রায় ২০০ লোকের খাবারের জন্য ডাইনিংয়ের সুব্যবস্থাও রয়েছে। ফলে বিয়ে অথবা কর্পোরেট যেকোনো বড় অনুষ্ঠান আয়োজন করা যাবে এখানে।

রুম রেট:

ডে লং ট্যুর বা রাত্রি যাপনের জন্যে গ্রীন টেক রিসোর্টে সুন্দর ব্যবস্থা রয়েছে। রাত্রি যাপনের ক্ষেত্রে কটেজ থেকে শুরু করে ডিলাক্স, সুপার ডিলাক্স রুমও আছে। খরচ পড়বে ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত (প্রতি রাত)। তবে বিভিন্ন উৎসবে প্যাকেজের মাধ্যমে নানান অফার দিয়ে থাকে রিসোর্ট কর্তৃপক্ষ।

আরো যা থাকছে:

রিসোর্টে আসা অতিথিদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা। জিম, সুইমিংপুলে সাঁতার কাটা, বাচ্চাদের খেলার জায়গা, বড়দের ফুটবল, ক্রিকেট বা ব্যাডমিন্ট খেলার ব্যবস্থা। আর বাড়তি সুবিধার মধ্যে রয়েছে রিসোর্টের ওয়াইফাই ব্যবহারের সুযোগ। সব কিছু মিলিয়ে গ্রীন টেক রিসোর্টটি খুবই সুন্দর। পরিবেশও খুবই নির্জন। এককথায় বন্ধুবান্ধব ও পরিবারের সাথে সময় যাপনের চমৎকার জায়গা হতে পারে এই সবুজ রিসোর্টটি।

অগ্রিম বুকিং অথবা যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে রিসোর্টের +৮৮০১৭৭৭- ৭৩৭৩৬৩ অথবা +৮৮০১৭৭৭ – ৭৩৭৩৫১ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া রিসোর্টের নিজস্ব ওয়েবসাইট www.greentech-resort.com-এ ভিজিট করেও তথ্য জানতে পারবেন।

শুধু এই রিসোর্টটি নয় এখানে আসলে খুব সহজে দেখে নেয়া যাবে ভ্রমণপ্রিয় মানুষদের কাছে আরেকটি আকর্ষণের স্থান গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। সময় নিয়ে ঘুরে আসতে পারেন এই সুন্দর ও উপভোগ্য জায়গাটি থেকে। শিশুদের সঙ্গে বড়দেরও ভালো লাগবে এই পার্কটি। রিসোর্টটিতে যাওয়ার সময় অথবা ফেরার পথে ঘুরে যাওয়া যাবে ভাওয়াল জাতীয় উদ্যান থেকে।

যেভাবে যাবেন:

লোকাল ট্রান্সপোর্ট অথবা নিজস্ব গাড়িতে করে খুব সহজেই গ্রিন টেক রিসোর্টে যাওয়া যায়। ঢাকা থেকে রিসোর্টটিতে যেতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। লোকাল ট্রান্সপোর্টে যেতে চাইলে রাজধানীর মহাখালী থেকে শ্রীপুর, ভালুকা অথবা ময়মনসিংহগামী বাসে উঠতে হবে। নামতে হবে ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন রাজেন্দ্রপুর মোড়ে। সেখান থেকে রিশকা অথবা অটোরিকশা করে যেতে পারবেন রিসোর্টটিতে। আর নিজস্ব গাড়িতে গেলে গুগল ম্যাপ দেখে খুব সহজেই রিসোর্টটিতে চলে যেতে পারবেন।

একরাত কিংবা দুই রাত থাকলেই খুব সুন্দর ট্যুর প্লান করা যায় রিসোর্টটিকে ঘিরে। সময় পেলে প্লান করে ফেলুন আজই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com