বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
Uncategorized

গোলাপ ফুলের গ্রাম

  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

ঢাকার কাছে সাভারের বিরুলিয়া ইউনিয়নে সাদুল্লাপুর গ্রাম অবস্থিত। তুরাগ নদীর তীরের সাদুল্লাপুর গ্রামটিই বর্তমানে গোলাপ গ্রাম হিসাবে পরিচিত। যান্ত্রিক জীবনে অল্প সময়ের অবসরে যদি ঢাকার আশেপাশে একদিনের জন্যে কোথাও ঘুরতে চান তবে গোলাপ ফুলের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন। নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা সমস্ত সাদুল্লাহপুর গ্রামটিকে একটি বাগান মনে হয়। এখানে সাধারণত মিরান্ডি জাতের গোলাপে চাষ বেশী হয়। গ্রামের বুকের উপর দিয়ে চলে যাওয়া রাস্তার দুপাশের বিস্তীর্ণ গোলাপের বাগান সারাক্ষণ মোহিত করে রাখবে। সাদুল্লাহপুর পুরো গ্রামে আপনি গোলাপের সৌরভ পাবেন। এখান থেকে চাইলে পছন্দমতো গোলাপ কিনে নিতে পারেন। তবে এরা সাধারণত খুচরা গোলাপ বিক্রি করতে চায় না। তাই এদের কাছ থেকে আপনাকে ১০০ এর বেশী গোলাপ কিনতে হবে।

গোলাপ গ্রাম (Rose Village) হিসাবে পরিচিতি পেলেও সাদুল্লাহপুর গ্রামে জারভারা, গ্লাডিওলাস এবং রজনীগন্ধা ফুলের চাষ করা হয়। ঢাকার শাহবাগসহ অন্যান্য ফুলের বাজারের চাহিদা মেটানোর প্রধান যোগানদাতা হচ্ছে সাদুল্লাহপুর গোলাপ গ্রাম। স্থানীয় ফুল চাষীদের উদ্যোগে শ্যামপুর গ্রামে আবুল কাশেম মার্কেটের সামনে প্রতি সন্ধ্যায় বসে গোলাপের হাট। ফুল কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক ব্যবসায়ী আসেন।

কি কি দেখবেন

গোলাপের বাগান ছাড়াও বিরুলিয়াতে জারভারা, গ্লাডিওলাস এবং রজনীগন্ধার বাগান রয়েছে। হাতে সময় থাকলে এখানকার কয়েকটি জমিদার বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। বিরুলিয়া ব্রিজের কাছে রয়েছে একটি প্রাচীন বটগাছ।

কখন যাবেন

বছরের প্রায় সব সময়ই সাদুল্লাহপুর গোলাপ ফুলের চাষ হয়। তাই যেতে গোলাপ বাগান ঘুরতে যেতে পারেন যে কোন সময়। তবে শীতকালই হচ্ছে গোলাপ ফুল ফোঁটার উপযুক্ত সময়। এই সময় ফুলো গুলো বেশ সতেজ তো আকারে বড় থাকে। সব বাগনই তখন গোলাফ ফুলে ভরে থাকে। তাই উপযুক্ত সময় বিবেচনা করলে ঢাকার ভিতর এই দর্শনীয় স্থান ঘুরে দেখতে চলে যান এই শীতকালেই।

কোথায় খাবেন

সাদুল্লাপুর ঘাটে একটি খুবই সাধারণ মানের খাবার হোটেল আছে। সাহদুল্লাপুর ঘাটে পৌঁছে বট গাছের নিচে বসে সেখান থেকে চা-নাস্তা খেয়ে নিতে পারেন। তবে দল বেঁধে গোলাপ বাগান দেখতে গেলে সেক্ষেত্রে আগেই হোটেলের লোককে রান্নার কথা বলতে রাখতে হবে। আর যদি ঢাকা থেকে প্রয়োজনীয় খাবার সাথে পরিবহন করতে পারেন তবে তা খুবই ভাল হয়। গোলাপ বিক্রির হাটে ঢুকতেই ডান পাশে এক চাচা ভালো পেঁয়াজি বানায়। ইচ্ছে করলে এই পেঁয়াজির স্বাদ চেখে দেখতে পারেন।

কিভাবে যাবেন

ঢাকা ও তার আশপাশ থেকে যেতে পারবেন অনেক ভাবেই। কিছু রুট প্ল্যান দেওয়া হলো নিচে।

রুট প্ল্যান ১

উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় নর্থ টাওয়ারের কাছ থেকে লেগুনায় করে সোনারগাঁ জনপথ রোড ধরে দিয়াবাড়ি আসতে হবে। একটু সামনে এগিয়ে মেইনরোডে লোকাল গাড়িতে চড়ে বিরুলিয়া ব্রিজ যাবেন। বিরুলিয়া ব্রিজ থেকে ২০ টাকা অটো ভাড়ায় চলে আসুন সাদুল্লাহপুর। চাইলে বিরুলিয়া ব্রিজ থেকে রিজার্ভ নৌকা ভাড়া নিয়ে সাদুল্লাহপুর আসতে পারবেন। নৌকা রিজার্ভ করতে ৫০০ টাকার মত লাগবে। একটা নৌকায় প্রায় ২৫ জন বসা যায়।

রুট প্ল্যান ২

টঙ্গি ষ্টেশন থেকে সি এন জি রিজার্ভ নিয়ে কামারপাড়া হয়ে বিরুলিয়া ব্রিজ চলে আসুন। বিরুলিয়া ব্রিজ থেকে ২০ টাকা অটো ভাড়ায় চলে আসুন সাদুল্লাহপুর। যদি বিরুলিয়া ব্রিজে অটো পেতে সমস্যা হয় তবে বিরুলিয়া ব্রিজ থেকে ১০ টাকা ভাড়ায় অটোতে আকরান বাজার এসে আরেক অটো দিয়ে সাদুল্লাহপুর আসতে পারবেন।

রুট প্ল্যান ৩

যাত্রাবাড়ী, গুলিস্তান কিংবা ফার্মগেট থেকে মিরপুর বেড়িবাঁধে আসার অনেক বাস পাওয়া যায়। আবার মিরপুর ১, মিরপুর ১০ কিংবা গাবতলী থেকে রিকশা বা সিএনজি করে দিয়াবাড়ি বটতলা ঘাট আসতে পারবেন। মনে রাখা ভাল, এই দিয়াবাড়ি উত্তরার দিয়াবাড়ি নয়। দিয়াবাড়ি ঘাট থেকে শ্যালো ইঞ্জিনের বিভিন্ন নৌকা ১০ মিনিট পরপর সাদুল্লাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। লোকাল ইঞ্জিন নৌকা ভাড়া জনপ্রতি ২৫ টাকা, সময় লাগবে ৩০-৪০ মিনিট। এছাড়াও এখান থেকে স্পিডবোট, শ্যালো নৌকা কিংবা কোষা নৌকা ভাড়া করে সাদুল্লাহপুর যেতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র যাওয়ার জন্য শ্যালো নৌকার ভাড়া পড়বে ২৫০ টাকা, কোষা নৌকা ৩০০ টাকা এবং স্পিডবোট ৫০০ টাকা।

বিরুলিয়া ব্রিজ হয়ে যাওয়াই সাদুল্লাহপুর যাওয়ার সব থেকে ভাল উপায়। এই পথে রাস্তার দুই পাশে গোলাপের ক্ষেত দেখতে দেখতে যাওয়া যায়। তবে যদি নৌকায় ভ্রমণের মজা নিতে চান তাহলে পানি পথে গেলেই মজা পাবেন বেশি। সাদুল্লাপুর গিয়ে হেঁটে দেখতে পারেন গ্রাম। যেখানেই যাবেন দেখতে পাবেন গোলাপের বাগান। চাইলে রিক্সা নিয়েও ঘুরতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com