শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

গৃহকর্মী নেবে দক্ষিণ কোরিয়া, মাসে বেতন ২ লাখ ৮৪ হাজার টাকা

  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
side view portrait of young asian korean woman in apron frying vegetables into pan in kitchen. elegant girl cooking on stove at home. female vegetarian preparing healthy food for lunch in apartment.

গৃহকর্মী নেওয়ার অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (১ সেপ্টেম্বর) একটি পাইলট প্রোগ্রামের আওতায় প্রাথমিকভাবে ১০০ গৃহকর্মী নেবে দেশটি। মূলত জনসংখ্যা বাড়াতে দেশটির নাগরিকদের যেন ঘরের কাজে সময় কম দিতে হয় এজন্য সিউল সিটি প্লান নামে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। খবর রয়টার্সের

আগামী ডিসেম্বর থেকে গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যারা গৃহকর্মী হিসেবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ পাবেন তাদের মাসিক বেতন হবে বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৪ হাজার ৯৭৮ টাকা (২ হাজার ৬০০ ডলার)।

রেকর্ড নিম্ন জন্মহার এবং দিন দিন বাড়তে থাকা বয়স্ক লোকজনের কারণে দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদে এই সংকট হ্রাসের সবচেয়ে কার্যকর পন্থা জন্মহার বৃদ্ধি। দেশটিতে জীবনযাত্রা ও জীবনযাপনের উচ্চব্যয় এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। কারণ দেশটির সন্তান জন্মদানে সক্ষম জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ পারিবারিক জীবনে প্রবেশই করতে পারছেন না, আবার যারা প্রবেশ করছেন- তারাও সন্তান জন্মদান, লালনপালন ও কর্মসংস্থান সামলাতে গিয়ে ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখী হচ্ছেন।

এমন পরিস্থিতিতে সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, এক্ষেত্রে কর্মজীবী নারীদের বড় সহায়ক হতে পারবেন গৃহকর্মীরা। বাসায় সার্বক্ষণিক গৃহকর্মী থাকলে সন্তান লালনপালন ও কর্মসংস্থান- উভয় চালিয়ে নেওয়া নারীদের জন্যও সুবিধাজনক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com