বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

গাছপালায় ভরে উঠবে থর মরুভূমি, কেন হবে এমনটা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

মরুভূমি গাছগাছালিতে ভরে উঠেছে। তাতে ফুটছে ফুল, ফল ফলছে। এমন দৃশ্য কখনও কল্পনা করেছেন? কিন্তু এমনটাই হতে চলেছে ভারতের থর মরুভূমিতে। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গেছে।

বৃহত্তম মরুভূমির তালিকায় থর মরুভূমি রয়েছে ২০ নম্বর স্থানে। উষ্ণ ক্রান্তীয় মরুভূমি হিসেবে থরের স্থান নবমে। সেই থর মরুভূমিতেই নাকি জন্মাবে গাছগাছালি।

ভারতের রাজস্থান ও পাকিস্তানের পঞ্জাব ও সিন্ধ প্রদেশ জুড়ে রয়েছে থর মরুভূমি। এই তিন জায়গায় মোট ২ লাখ বর্গকিমি অঞ্চল জুড়ে রয়েছে এই মরুভূমি। তবে এখানে গাছগাছালি জন্মাতে পারে এই শতাব্দীর শেষের দিকে।

বিজ্ঞানীদের এমন দাবির কারণ উষ্ণায়ন। উষ্ণায়নের জেরেই জলবায়ুতে পরিবর্তন আসছে। এই বদলের জেরে থর মরুভূমিতে এই শতাব্দীর শেষে গাছপালার দেখা মিলতে পারে।

তবে পৃথিবীর অন্যান্য মরুভূমির অবস্থা এমনটা নয়। যেমন বিজ্ঞানীদের অনুমান, সাহারা মরুভূমির আয়তন আরও ছয় হাজার বর্গকিমি জুড়ে বেড়ে যাবে। উষ্ণায়নের জেরেই সেটা হবে। তবে থর মরুভূমি নিয়ে গবেষণার ফলাফল রীতিমতো চমকে দিয়েছে বিজ্ঞানীদেরও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com