কাসোল, হিমাচল প্রদেশ
গ্রীষ্মকালে মানালি বেড়াতে যাবেন কি না, ভাবছেন অনেকেই। মানালির বদলে কাসোল যেতে পারেন। ভারতের ‘মিনি ইজরায়েল’ নামে পরিচিত এই পাহাড়ি শহর। পার্বতী নদীর ধারে ক্যাফেতে বসে গরম হট চকোলেট খেতে পারেন কাসোলে। এ ছাড়া কাসোল অনেক ছোট ছোট হাইকিং হয়।
ক্ষীরগঙ্গা, মণিকরণ, তোশ, মালানা গ্রামের মতো বিভিন্ন পাহাড়ি গ্রাম পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। ট্রেক করতে পারেন পার্বতী ভ্যালিও। সোলো ট্রিপে গেলে কাসোলে হোটেল বুক করবেন না। বরং বেছে নিন হোস্টেল। এতে খরচ কমবে।
কুর্গ, কর্ণাটক
খুব বেশি ঠান্ডা পছন্দ করেন না, কিন্তু প্রকৃতির মাঝে সময় কাটাতে চান? গ্রীষ্মকালে কুর্গ যেতে পারেন। ‘স্কটল্যান্ড অফ ইন্ডিয়া’ নামে পরিচিত এই পাহাড়ি জনপদ। কফির বাগান, মশলার বাগানে ঘেরা গোটা অঞ্চল।
কুর্গ থেকে ঘুরে নিতে পারেন অ্যাবি ফলস, রাজাস সিট, এলিফ্যান্ট ক্যাম্প। অবশ্যই ঘুরে দেখবেন নামড্রোলিং মনাস্ট্রি। এই বৌদ্ধ মঠ গোল্ডেন টেম্পেল নামেও পরিচিত।