মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
Uncategorized

গতি ফিরছে শ্রমবাজারে, নতুন কর্মী যাওয়া বেড়েছে প্রায় তিনগুণ

  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে বাংলাদেশী শ্রমিকদের চাহিদা। ফিরছে গতিও। যেই ওমানে এক বছরে শ্রমিক গিয়েছিল অর্ধলক্ষাধিক, সেই দেশটিতেই ২০২২ সালে গিয়েছে এর তিনগুণের বেশি। শুধু ওমান নয়, সৌদি আরব, মালয়েশিয়া, জর্ডান, মালদ্বীপ, ইতালি, রোমানিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশেই কর্মী যাওয়ার হার প্রতিনিয়ত বাড়ছে।\

অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের শ্রমবান্ধব দেশগুলোতে শ্রমিক যাওয়ার হার বাড়াতে পারলে ২০২২ সালের চেয়ে চলতি বছর আরো ৪-৫ লাখ শ্রমিক বেশি যেতে পারবে।

এ ক্ষেত্রে নিরাপদ অভিবাসনের পাশাপাশি বিদেশগামী শ্রমিকদের অভিবাসন খরচ কমিয়ে আনা এবং বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোকে আরো সক্রিয় করতে পারলে বৈদেশিক কর্মসংস্থান সেক্টর আরো চাঙ্গা হতে থাকবে বলে মনে করছেন অভিবাসন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com