বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

খোলা আকাশের নিচে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করলো কুয়েত

  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪

কুয়েতে ১ জুন থেকে আগস্ট পর্যন্ত খোলা আকাশের নিচে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির জনশক্তি প্রাবলিক অথরিটি।

এই সময়ে দেশটির তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রির অতিক্রম করে। তাই আন্তর্জাতিক শ্রম আইনের মানদণ্ড ও শ্রমিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ৩ মাস বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা স্থানে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করা হয়। দেশটিতে ভারত, মিশরীয় শ্রমিকের সংখ্যা বেশি হলেও বাংলাদেশি প্রবাসী রয়েছে প্রায় ৩ লাখ।

তাদের অধিকাংশই ক্লিনিং, বাগান ও নির্মাণ কাজের সঙ্গে জড়িত। সূত্র জানায়, কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় এ তিন মাস পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করবে ন্যাশনাল সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। এই সময়ে কর্মরত কোনো শ্রমিক অভিযানে ধরা পড়লে ১শ থেকে ২শ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা এবং কোম্পানির লাইসেন্স ব্লক করে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com