গ্র্যান্ড ব়্যাপিডস পাবলিক স্কুল এবং ফ্লিন্ট কমিউনিটি স্কুলে ১ মে থেকে ম্নতুন নিয়ম চালু হয়েছে, স্কুলব্যাগ নিয়ে স্কুলে যেতে পারবে না পড়ুয়ারা।
স্কুলের ব্যাগে বন্দুক, তা দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে সতীর্থ কিমবা শিক্ষকের দেহ। এরকম ঘটনা সাম্প্রতিক কালে বেনজির নয়। মার্কি মুলুকে একাধিকবার ঘটেছে। তাই এবার পড়ুয়াদের জন্য স্কুলব্যাগ নিষিদ্ধ করল দু’টি স্কুল।
মিশিগানের গ্র্যান্ড ব়্যাপিডস পাবলিক স্কুল এবং ফ্লিন্ট কমিউনিটি স্কুলে ১ মে থেকে ম্নতুন নিয়ম চালু হয়েছে, স্কুলব্যাগ নিয়ে স্কুলে যেতে পারবে না পড়ুয়ারা। বন্দুকবাজের হামলা ঠেকাতেই স্কুলের সার্বিক নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
চলতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে বন্দুকবাজ হামলা ঘটে। ভার্জিনিয়ার একটি স্কুলে ৬ বছরের এক পড়ুয়া ব্যাগ থেকে বন্দুক বেরোয় এবং সেই বন্দুকের গুলিতে শিক্ষিকাকে ঝাঁঝরা করে দেয় ওই খুদে পড়ুয়া।