ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। মধ্য ইউরোপ, দক্ষিণ-পূর্ব ইউরোপ ও ভূমধ্য সাগরের মাঝ বরাবর দেশটির অবস্থান। দেশটির উত্তর-পশ্চিমে স্লোভেনিয়া, উত্তর-পূর্বে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া, দক্ষিণ-পূর্বে বসনিয়া, হার্জেগোভিনা ও মন্টিনিগ্রোর অবস্থান। এছাড়া ইতালির সাথে দেশটির নৌ সীমানা বিদ্যমান।
ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব।
অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ক্রোয়েশিয়া ১৯৯১ সালে স্বাধীনতা অর্জন করে।পর্যটকদের জন্য ক্রোয়েশিয়া একটি স্বর্গরাজ্য।
ক্রোটরা ৬ষ্ঠ শতকে এখানে আসে এবং নবম শতাব্দির মধ্যেই তারা অঞ্চলটিকে দুইটি জমিদারিত্বের মাধ্যমে সুসংগঠিত করে তোলে। ৯২৫ খ্রিস্টাব্দে তোমিসলাভ প্রথম রাজা হিসেবে আভির্ভূত হন এবং তিনি ক্রোশিয়াকে রাজ্যে উন্নীত করেন, যেটি প্রায় দুই শতকেরও বেশি সময় ধরে তার সার্বভৌমত্ব ধরে রেখেছিল।
রাজা চতুর্থ পিটার ক্রেসিমির এবং দিমিতার জভনমিরির আমলে দেশটি তার উন্নতির চরম শিখরে পৌঁছায়।
২০০৩ সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চেষ্টা শুরু করে। তবে যুদ্ধাপরাধী জেনারেল আন্তে গুতোভিনা পলাতক থাকায় সে প্রক্রিয়া সফল হয়নি। ২০০৫ সালে তিনি ধরা পড়েন। হেগে প্রতিষ্ঠিত জাতিসংঘের যু্দ্ধাপরাধ ট্রাইবুনাল ২০১১ সালে তাকে দোষী সাব্যস্ত করার পর ২০১৩ সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়।
দেশটি ইইউর ২৮তম সদস্য।
তবে অর্থনৈতিকভাবে খুব বেশি অগ্রসর হতে পারেনি ক্রোয়েশিয়া। দুর্নীতি, সংঘবন্ধ অপরাধ, সহিংসতা এখনো দেশটির বড় সমস্যা ।
এছাড়া সাবেক যুগোশ্লাভিয়া থেকে ভেঙ্গে যাওয়া অংশ স্লোভেনিয়ার সাথে ক্রোয়েশিয়ার ভূমি ও সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে।
এক নজরে ক্রোয়েশিয়া:
সরকারি নাম: ক্রোয়েশিয়া প্রজাতন্ত্র।
রাজধানী: জাগ্রেব।
স্বাধীনতা ঘোষণা: ১৯৯১ সালে।
সরকার পদ্ধতি: ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল রিপাবলিক।
আইনসভা: সাবুর।
আয়তন: ৫৬ হাজার ৫৯৪ বর্গকিলোমিটার।
জনসংখ্যা: ৪২ লাখ ৮৪ হাজার ৮৮৯ জন।
ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ৭৫.৮ জন।
মুদ্রা: কুনা।
মাথাপিছু আয়: ২১ হাজার ৭৯১ ডলার।
ভাষা: ক্রোয়েশীয়।
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম।
জাতিসংঘে যোগদান: ১৯৯২ সালে।
ডেইলি বাংলাদেশ