ক্যারিয়ার গড়তে মালয়েশিয়ায় বাংলাদেশিরা

উচ্চ শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গড়তে প্রতি বছরই মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় দেশটিতে লেখাপড়ার নানা সুযোগ-সুবিধা সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের জানাতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে দেশটির ১৪টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গড়তে পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়ায়। এদিকে, দেশটির বিশ্ববিদ্যালয়গুলোও বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য উৎসাহ যুগিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিতে ১৪টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহীদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পঞ্চম বারের মতো শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে এন.এস.এস সল্যুশন। মালয়েশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্যও মিলবে এ আয়োজনে।
 
আগামী ১২, ১৩, ১৪ ও ১৬ মার্চ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও ঢাকায় শিক্ষামেলা হবে। চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। চার দিনব্যপী এ মেলায় থাকছে সার্ভিস চার্জ ছাড়াই স্পট এডমিশনের সুযোগও। এছাড়া থাকছে আইইএলটিএস ছাড়া তাৎক্ষণিক ভর্তির সুযোগ আর স্কলারশিপও। অন্যদিকে শিক্ষার্থীরা মালয়েশিয়ায় পৌঁছানোর পর পাবেন এক মাসের ফ্রি আবাসান সুবিধা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: