সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

কোহ সামুই দ্বীপ

  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
গালফ অফ থাইল্যান্ডে কোহ সামুই এর অবস্থান। সেন্ডি বিচ, টার্কিশ কালারের পরিষ্কার স্বচ্ছ পানি, ব্রেথ টেকিং ভিউ কোহ সামুই মূলত এসব কিছুরই সংমিশ্রণ। থাইল্যান্ডে বলতেই হয়তো ফুকেটকে আমারা ডেস্টিনেশন হিসেবে দেখি তবে ফুকেট এখন আগের সেই ইউরোপিয়ান ভাইব নেই। এখন অনেকটাই সাউথ এশিয়ান মানুষের দখলে ফুকেট চলে গেছে যেটা আগে পাতায়াতে ছিল। যেহেতু ইউরোপিয়ান লোকজন ভিড় পছন্দ করেনা, তারা তাদের মত ঘুরতে স্বাচ্ছন্দ্যবোধ করে তাই এই গ্রুপ পুরোটাই এখন কোহ সামুইর দিকে মুভ করেছে।
🔥 কিভাবে যাবেনঃ
কোহ সামুই আসতে চাইলে আপনার কাছে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে গাড়িতে ফুকেট হয়ে ক্রাবি হয়ে Surat Thani ডনসক পিয়ার থেকে ফেরি পার হয়ে আসতে পারেন। এই পথ অনেক সময় সাপেক্ষ এবং কষ্টকর ব্যাপার। কম খরচে এবং তাড়াতাড়ি আসার জন্য আপনি যদি বিমানে করে আসেন সেই ক্ষেত্রে আপনার জন্য দুটি এয়ারপোর্টের ব্যবস্থা আছে। আপনি সরাসরি কোহ সামুই এয়ারপোর্টে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভাড়া একটু বেশি লাগতে পারে। সুবর্ণভূমি বিমানবন্দর থেকে সরাসরি কোহ সামুই বিমানবন্দরের ১৫ থেকে ১৬ হাজার টাকার রিটার্ন টিকেট খরচ পড়বে ।
আপনি এর থেকে যদি কম খরচে আসতে চান তাহলে কোহ সামুই থেকে একটু দূরে surat thani airport আপনি আসতে পারেন। সে ক্ষেত্রে আপনার রিটার্ন টিকেট খরচ পড়বে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে। এই এয়ারপোর্টে নামার পরে আপনি এখান থেকেই দু-তিনটা ফেরি সার্ভিস পাবেন (Lomparayah ও Seatran) যাদের মাধ্যমে আপনি Don sak pier থেকে সরাসরি কো সামুই Nathon pier এ তারা আপনাকে পৌঁছে দিবে। ফেরি সার্ভিস জনপ্রতি এক থেকে দেড় হাজার টাকা পড়বে। যাদের সাথে বাচ্চা রয়েছে বা বেশি জার্নি করতে পছন্দ করেন না তারা হয়তো সরাসরি ব্যাংকক থেকে কোহ সামুই ডিরেক্ট আসতে পারেন বা যারা একটু খরচ কমাতে চান তাদের জন্য সুরাত তানি এয়ারপোর্ট হয়ে এই ফেরি সার্ভিসের মাধ্যমে আসা সাশ্রয়ী হবে।
🔥 হোটেল এবং রিসোর্টঃ
এই দ্বীপে বীচের চারদিক ধরেই অনেক হোটেল এবং রিসোর্ট রয়েছে, সবচেয়ে পপুলার এবং সুন্দর রিসোর্টগুলো লামাই বিচের কাছাকাছি এরিয়াতেই রয়েছে। আপনি বুকিং ডট কম এর মাধ্যমে এই রিসোর্টগুলো খুব সহজেই ৫ থেকে ৮ হাজার টাকার মধ্যেই বিচভিউসহ অনেক সুন্দর সুন্দর রিসোর্ট পেয়ে যাবেন। এই Lamai Beach এরিয়াতে আরো অনেক বিখ্যাত রিসোর্ট রয়েছে Amari, Sheraton থেকে আরও ওয়াল্ড ফেমাস চেইন রিসোর্ট এই এরিয়াতে রয়েছে।
🔥 কোথায় যাবেনঃ
এখান থেকে আইসল্যান্ড হপিং ডে ট্রিপে মূলত দুটি ডেসটিনেসনে যাওয়া যায়। একদিনে আপনি একটি ডেস্টিনেশনে কাভার করতে পারবেন। Koh Tao এবং Koh Nangyuan হচ্ছে তার মধ্যে একটি। আরেকটি ডে ট্রিপে হচ্ছে Angthong National Marine Park। আপনারা চাইলে দুদিনে এই দুটি ডেসটিনেশন কাভার করতে পারেন অথবা বাছাই করে যে কোন একটি ডেস্টিনেশনে ডে ট্রিপে আপনারা যেতে পারেন। এই ডে ট্রিপে দুই তিনটি জায়গায় আপনাকে snorkeling এর ব্যবস্থা তারা করবে তার পাশাপাশি বুফে লাঞ্চ সহ এই প্যাকেজে জনপ্রতি চার থেকে পাঁচ হাজার টাকা খরচ পড়বে। এছাড়াও আপনারা Chaweng Beach, Lamai Beach, এবং Bophut Beach এরিয়াও ঘুরে দেখতে পারেন ।
🔥 কি করবেনঃ
আইসল্যান্ড হপিং ট্রিপ ছাড়াও আপনারা Fisherman’s Village যেতে পারেন। এখানে ইউরোপের বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট সহ ভালো গিফট সপে সুবিনিয়র, ঘর সাজানোর বিভিন্ন শোপিস পেয়ে যাবেন। চাইলে Coco Time রেস্টুরেন্ট আগে থেকে রিজার্ভেশন দিয়ে খাবারের পাশাপাশি আপনারা ফায়ার শো দেখতে পারেন। এছাড়াও Jungle Club রেস্টুরেন্টে যেতে পারেন সুন্দর সময় কাটানোর জন্য। এখানে পাহাড়ের উপর থেকে কোহ সামুইর খুব সুন্দর একটি ভিউ আপনারা পাবেন। এর পাশাপাশি আপনারা Coconut beach এরিয়ার দিকে যেতে পারেন সেখানে নাইট মার্কেট থেকে অনেক ধরনের শপিং এবং ফুড ভিলেজ রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন।
🔥 খাবারঃ
পুরো কোহ সামুইতে বিভিন্ন দেশের অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে। এখানে রিয়েল থাই ফুড অথবা ইটালিয়ান ফুড আপনারা খেতে পারেন। Fisherman’s Village এ রাতে অনেক খাবারের অপশন রয়েছে। যদি আরেকটু রিজনেবল বা শর্টকাটে খাবার চান তাহলে সেভেন ইলেভেন থেকে আপনার যে কোন ধরনের সেট মেনু টাইপের খাবার কিনে গরম করে খেতে পারেন।
🔥 যাতায়াতঃ
এই আইসল্যান্ডের পুরো রাস্তাটাই বিচের চারদিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই একটি রাস্তা দিয়ে লেগুনা টাইপের এক ধরনের গাড়ি পাওয়া যায় যেটা আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকলে আপনি যদি হাতের ইশারা করেন তারা আপনাকে এখান থেকে শেয়ার বেসিস নিয়ে যাবে। গোটা শহরের যে কোন জায়গায় চাইলে তারা আপনাকে নামিয়ে দিবে। দাম দর করার ক্ষেত্রে আপনারা Grab অ্যাপে যেকোনো একটা ডেস্টিনেশন চুজ করে যেই প্রাইস তার অর্ধেক দাম নিয়ে তাদের সাথে দামাদামি করে তারপর ভাড়া ঠিক করবেন।
আপনার থাইল্যান্ড ভ্রমণকে আরো সহজ করার জন্য, এখন থেকে আমাদের নিয়মিত ট্যুর থাকবে থাইল্যান্ডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com