বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

কেবিন ক্রুর অভাবে এয়ার ইন্ডিয়ার বিমানের ১৪ ঘণ্টা দেরী

  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

পর্যাপ্ত কর্মীর অভাবে এয়ার ইন্ডিয়ার দুটি আন্তর্জাতিক বিমান ছাড়তে দেরী হল। রবিবার এয়ার ইন্ডিয়ার শিকাগো ও টরেন্টোগামী দুটি বিমান ছাড়তে অন্তত ১৪ ঘণ্টা দেরী হল।

বাতিল করা হল সান ফ্রান্সিসকোগামী বিমান বাতিলও করা হল। সব কিছুই ঠিক ছিল, শুধু পাইলট ও কেবিন ক্রু না থাকায় একটি বিমান বাতিল হয়, ও বাকি দুটি উড়ে যেতে অনেকটা সময় হয়।

এয়ার ইন্ডিয়ায় দীর্ঘদিন ধরেই কেবিন ক্রু, এয়ারলাইন পাইলটের অভাব দেখা যাচ্ছে। বেশী কাজ করতে হচ্ছে, পারিশ্রমিক বাড়ছে না বলে ক মাস আগে এয়ার ইন্ডিয়ার কর্মীরা ধর্মঘটের হুমকিও দিয়েছিলেন।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই বিষয়টি স্বীকার করে নিয়ে জানিয়েছে, কর্মীদের রোস্টারে সমস্য়া হওয়ায় এমনটা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com