মোনাকো ইউরোপের একটি নগররাষ্ট্র। দেশটির আয়তন মাত্র দুই বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম স্বাধীন এই দেশের জনসংখ্যা প্রায় ৩৯ হাজার।
২. ছোট দেশটি বিশ্বের সবচেয়ে বিত্তশালী মানুষদের নিরাপদ আবাসস্থল। প্রত্যেকের গড় সম্পদের পরিমাণ ২ কোটি ডলারের বেশি। মোনাকোর ৪০ শতাংশের বেশি বাসিন্দা কোটিপতি। মাথাপিছু সম্পদের ভিত্তিতে শহরটি বিশ্বে শীর্ষস্থানীয়।
৩. সীমিত ভূমি, ধনী ব্যক্তি ও বিনিয়োগকারীদের উচ্চ চাহিদার কারণে মোনাকোতে সম্পত্তির দাম বিশ্বের সবচেয়ে বেশি। এই শহরে অ্যাপার্টমেন্টের দাম প্রতি বর্গমিটার ৩৮ হাজার ডলার (প্রায় ৪৭ লাখ টাকা)। অর্থাৎ ১০০ বর্গমিটারের (প্রায় ১ হাজার ৭৬ বর্গফুট) একটি অ্যাপার্টমেন্ট কিনতে হলে খরচ করতে হবে ৪৭ কোটি টাকা। গুরুত্বপূর্ণ স্থান হলে দাম আরও বেশি।
৪. এমন একটি শহরে মাসিক বাসাভাড়া কত হতে পারে, আন্দাজ করতে পারেন? শহরের কেন্দ্রে একটি এক বেডরুমের অ্যাপার্টমেন্টের ভাড়া প্রতি মাসে সাড়ে পাঁচ লাখ (সাড়ে চার হাজার ডলার) থেকে নয় লাখ টাকা (সাড়ে সাত হাজার ডলার) পর্যন্ত হয়ে থাকে। বড় ইউনিটগুলোর ভাড়া ১৩ থেকে সাড়ে ১৩ লাখ টাকা ছাড়িয়ে যায়।
৫. মোনাকো শহরকে আভিজাত্য আর বিলাসিতার প্রতিশব্দ বলা যেতে পারে। মুদিপণ্য থেকে শুরু করে বিভিন্ন সেবাপণ্য, পরিবহণ, স্বাস্থ্যসেবা—সবকিছুই বিশ্বের অন্য যেকোনো স্থানের চেয়ে অত্যন্ত ব্যয়বহুল। এখানে মাসিক পার্কিং ফি ৪০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে।