১) পৃথিবীর সুখিতম দেশ: উন্নত জীবনমান, সামাজিক সমতা, প্রাকৃতিক সৌন্দর্য, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এবং কম দুর্নীতির কারণে ফিনল্যান্ড টানা সপ্তমবারের মতো পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে।
২) নিম্ন অপরাধের হার: ফিনল্যান্ড ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে নিম্ন অপরাধের হার বিশিষ্ট দেশের মধ্যে অন্যতম।
৩) স্কলারশিপের সুযোগঃ ফিনল্যান্ডে অনেক স্কলারশিপের সুযোগ রয়েছে। ক্ষেত্রবিশেষে, ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়।
৪) ভিসা প্রদানের উচ্চহারঃ ৯০ শতাংশের বেশী আবেদনকারীরা তাদের ফিনিশ ভিসা পেয়ে থাকেন।
৫) ওয়ার্ক পারমিটঃ পড়াশোনার পাশাপাশি এখানে পাচ্ছেন মাসিক ১২০ ঘণ্টার ওয়ার্ক পারমিট। এছাড়াও স্পাউসের জন্য থাকছে ফুল টাইম ওয়ার্ক পারমিট।
৬) স্থায়ী নাগরিকত্বের সুবিধাঃ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম সময়ে স্থায়ী নাগরিকত্ব পাবার সুবিধা।
৭) চাইল্ড বেনিফিটস : আপনার শিশুর জন্য থাকছে ফ্রি ডে কেয়ার সুবিধা।
৮) ফ্রি হেলথকেয়ার: ফিনল্যান্ডে বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা লাভের সুযোগ রয়েছে।
৯) ভ্রমণের সুযোগঃ শেংগেন ভিসাতে বিনা বাধায় ইউরোপের ২৯টি দেশে ভ্রমণের সুযোগ তো থাকছেই।
Like this:
Like Loading...