কৃত্রিম বুদ্ধিমত্তায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ভারতের অন্যতম শীর্ষ সফটওয়্যার সার্ভিস প্রতিষ্ঠান উইপ্রো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী তিন বছরে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বাড়ানোর জন্য এই বিনিয়োগ করবে। এর মধ্যে ৬৬টি দেশে তাদের আড়াই লাখ কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
উইপ্রো’র সিইও থিয়ারি ডেলাপোর্ট বলেন, ‘জেনারেটিভ এআই’র এই উত্থানে সব ইন্ডস্ট্রিতেই একটা পরিবর্তন আসা দরকার।’ প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা একটি সফটওয়্যার সিস্টেম আনতে যাচ্ছে, যা যেকোনও প্ল্যাটফর্মকে এআই’র সঙ্গে চুক্তি করবে।
এরইমধ্যে প্রতিষ্ঠানটি তার ৯০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর কারণ হিসেবে উইপ্রো জানায়, প্রতিষ্ঠানটি এআই-ক্ষমতসম্পন্ন চ্যাটবট তৈরি করেছে, যা তাদের নিয়মিত কর্মীদের চেয়ে দ্রুত কাস্টমার সার্ভিস দিতে পারে।