বাংলাদেশি নারীদের চাকরির সুযোগ দিচ্ছে কুয়েত। নার্স ও গৃহকর্মী নিয়োগ দেয়া হবে দেশটিতে। পছন্দের তালিকায় অন্য দেশের পাশাপাশি রয়েছে বাংলাদেশের নামও।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় অধীনে বর্তমানে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র গুলোতে কাজ করছে ২১ হাজারের বেশি বিভিন্ন দেশের অভিবাসী নার্স। দেশটিতে বেশ কয়েকটি নতুন নতুন হাসপাতাল ও ক্লিনিক তৈরি করা হয়েছে সে সব স্বাস্থ্যকেন্দ্র গুলোতে রয়েছে আরও নার্সের চাহিদা। সেখানে দুই হাজার নার্স নিয়োগ দেবে কুয়েত।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগের চাহিদার তালিকায় ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইনসহ রয়েছে বাংলাদেশের নাম।
২০২২ সালে প্রথমবারের মত বোয়েসেলের মাধ্যমে কুয়েতে সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানি’ এবং ‘অ্যাডভান্স টেকনোলজি কোম্পানিতে বাংলাদেশ থেকে কুয়েতে নার্স নিয়োগ দেয়া হয়। বর্তমানে দেশটিতে ৬০০’র বেশি বাংলাদেশি নার্স কুয়েতের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বেশ সুনামের সাথে কাজ তাদের দায়িত্ব পালন করছেন।
এদিকে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের অফিসিয়াল পরিসংখ্যান মতে, গত বছরের মধ্যবর্তী সময়ে মোট নিবন্ধিত গৃহকর্মীর সংখ্যা আট লাখের বেশি ছিল। তালিকার প্রথমস্থানে রয়েছে ভারত, তাদের গৃহকর্মী রয়েছে তিন লাখ ষাট হাজারের বেশি, দ্বিতীয় স্থানে ফিলিপাইন তাদের রয়েছে দুই লাখের বেশি গৃহকর্মী, তৃতীয় স্থানে শ্রীলঙ্কা এক লাখের বেশি, চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের ৮৫ হাজারের বেশি গৃহকর্মী রয়েছে দেশটিতে।
কুয়েতের স্বাস্থ্যসেবায় কর্মশক্তি বাড়াতে এবং দেশটির চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নতিতে অবদান রাখতে নতুন নার্স নিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে। তাছাড়া দেশটির জনসংখ্যাগত ভারসাম্যহীন সমস্যা মোকাবিলা করতে দেশ ভিত্তিক কর্মী নিয়োগ দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Like this:
Like Loading...