এক মাস সিয়াম সাধনার পর ঈদের ছুটিতে পরিবার-পরিজন, বন্ধু, সহকর্মীদের নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছেন কুয়েত প্রবাসীরা। কেউ সাগরের নোনা জলে গোসল করছেন, কেউ সমুদ্র তীরে ফুটবল খেলছেন, কেউ মাদুর বিছিয়ে চা, কফিসহ বিভিন্ন খাবার নিয়ে আড্ডায় মেতে উঠছেন, কেউবা বালিয়াড়িতে হেঁটে বেড়াচ্ছেন।
সুন্দর এই মুহূর্তকে কেউ কেউ ক্যামেরাবন্দি করে রাখছেন। কেউ পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। অনেকে আবার গানের তালে মাতোয়ারা, নেচে গেয়ে সময় কাটাচ্ছেন।
কুয়েতে পর্যটনের যে কয়েকটি স্থান রয়েছে তন্মধ্যে সালমিয়া মেরিনা বিচ, কুয়েত টাওয়ার, শেখ জাবের আল কসওয়ে ব্রিজ, আব্দালি, ওয়াফরা অন্যতম। পরিবার ছাড়া ঈদের আনন্দ উপভোগ করতে এই স্থানগুলো প্রবাসীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
অনেকে বলছেন, কুয়েতে পরিবার ছাড়া ঈদ আনন্দ নেই বললেই চলে। এরপরেও কিছুটা সময় দর্শনীয় স্থান ঘুরে দেখতে ভালো লাগে। অন্য সময় কর্মব্যস্ততার কারণে ঘুরতে আসার সময় হয় না অনেকের।
অনেকে ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছেন।