আপনাদের আমি অতি সুন্দর করে বুঝিয়ে বলতেছি ধৈর্য ধরে পড়তে থাকুন। না বুঝতে পারলে কমেন্টে জানতে চাইবেন কোনো সমস্যা নেই।
কানাডিয়ান ইমিগ্রেশনে তো বিভিন্ন স্ট্যাটাসের সিস্টেমে নানা রকম কাটছাঁট করা হচ্ছে বেশ অনেক দিন ধরে আপনারা জানেন।
নতুন করে যা করা হয়েছে সেটা হলো, ইমিগ্রেশনের আবেদন করার জন্য যে Comprehensive Ranking System (CRS) points লাগে সেটা থেকে একটা ক্যাটাগরি বাদ দেওয়া হয়েছে। সেটা হলো arranged employment। এই অপশন থেকে আর CRS পয়েন্টস পাওয়া যাবে না।
এই পরিবর্তন কার্যকর হচ্ছে March 25, 2025 থেকে।
Arranged employment টা কী?
এটা হলো বেসিক্যালি একটা জব অফার যা কানাডায় স্থায়ীভাবে বসবাসের আবেদন করলে অতিরিক্ত পয়েন্টস এড হয়।
কীভাবে?
আপনি কানাডায় ইমিগ্রেশনের জন্য express entryএর অধিনে তিন প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন আপনার যোগ্যতার ওপর ভিত্তি করে। যেমন;
1. The Federal Skilled Worker Program (FSWP);
2. The Canadian Experience Class (CEC); or
3. The Federal Skilled Trades Program (FSTP).
প্রত্যেকটা ক্যাটাগরিতে যখন আবেদন করবেন তখন যেসব সেক্টরে পয়েন্টস কাউন্ট হয় সেগুলো হলো;
1. Age, 2. Education; 3. Language proficiency; and
4. Work experience.
বাড়তি পয়েন্টস যেসব সেক্টরে পেতে পারেন সেগুলো হলো;
1. French language skills;
2. Post-secondary education in Canada;
3. Having a sibling living in Canada as a Canadian citizen or permanent resident; or adaptability.
4. Having a provincial or territorial nomination. or arranged employment.
আপনি যখন The Federal Skilled Worker Program (FSWP) ক্যাটাগরিতে আবেদন করবেন আপনি যদি 100 পয়েন্টসের মধ্যে 67 পয়েন্টস পান যোগ্যতার ভিত্তিতে তাহলে আপনি আপনার ফাইল express entry এ সাবমিট করতে পারবেন।
এখন ক্যাটাগরিতে অতিরিক্ত পয়েন্টস হিসেবে আপনি 10 পয়েন্টস পেতে পারেন arranged employment থেকে to meet the 67 points.
আপনার যদি 1. Age, 2. Education; 3. Language proficiency; and 4. Work experience এই চারটা সেক্টর থেকে 67 পয়েন্টস এসে যায় তাহলে ধরেন অতিরিক্ত অপশন arranged employment থেকে 10 পয়েন্টসের দরকার নেই।
আপনি যখন কানাডিয়ান কোনো ভ্যালিড জব অফার দেখাতে পারতেন আগে তখন এই পয়েন্টসটা পাইতেন।
অপরদিকে, The Canadian Experience Class (CEC) ও
The Federal Skilled Trades Program (FSTP) এ arranged employment থেকে 50 থেকে 200 পয়েন্টস পাওয়া যায়।
200 পয়েন্টস ছিল ম্যানেজমেন্ট পজিশনের জন্য আর 50 পয়েন্টস ছিল অন্য স্কিল্ড অকুপেশনের জন্য।
Arranged employment যেহেতু জব অফার সেহেতু সেটা Labour Market Impact Assessment (LMIA) এর সঙ্গে জড়িত ছিল। এই LMIA সিস্টেম কর্তন করা হয়েছে। কারণ, অবৈধভাবে অনেকেই এটা ম্যানেজ করে ইমিগ্রেশনের জন্য কাজে লাগাচ্ছে।
তবে এটাও বলা হয়েছে যে, জব অফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি দরকার হয় eligibility criteria মিট করতে। আর সেগুলো হলো;
Federal skiled Trades program ( FSTP) এই সেক্টরে ক্ষেত্র বিশেষে ভ্যালিড জব অফার ইলিজিবিলিটি মিট করতে দরকার হবে।
Federal skilled worker program (FSWP) এই সেক্টরে স্টিল জব অফার মিনিমাম ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করবে।
Provincial nominee program (PNPs) কিছু স্ট্রিমে জব অফারে বেনিফিট পাওয়া যাবে।
যাই হোক, আপনি যদি যোগ্য হোন, তাহলে আপনি আবেদনের মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন, যদিও আগের চেয়ে অনেক চ্যালেঞ্জিং হয়েছে সুযোগ পাওয়াটা।
Like this:
Like Loading...