বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

কানাডা ভিজিট ভিসা থাকলে কোন কোন দেশ ভিসা সুবিধা পাওয়া যায়

  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

১. মেক্সিকো

চোখজুড়ানো সমুদ্র সৈকত, বিচিত্র ধরনের ট্যুরিস্ট স্পট আর মুখরোচক নানা খাবারের জন্য মেক্সিকো বরাবরই একটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। বাংলাদেশ সহ যেকোনো দেশের নাগরিকই কানাডা ভিজিটর ভিসা দিয়ে মেক্সিকো ঘুরে আসতে পারেন, আর এজন্য আপনার লাগবে-

  • যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিটর ভিসা
  • এন্ট্রি কতদিন  পর্যন্ত গ্রান্টেড থাকবে  তা নির্ভর করবে ভ্রমণসূচীর উপর
  • কানাডার ভিসাটি এবং আপনার দেশের পাসপোর্ট মেক্সিকোতে থাকাকালীন পুরোটা সময়ের জন্য বৈধ হতে হবে

বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই কানাডা ভিজিটর ভিসা দিয়ে মধ্য আমেরিকার এই চমৎকার দেশ বেলিজ ঘুরে আসতে পারেন, আর এজন্য আপনার লাগবে-

  • বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিটর ভিসা
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত

তথ্যসূত্রঃ Consulate of Belize in Alberta, Canada

বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই কানাডা ভিজিটর ভিসা দিয়ে কোস্টারিকা ঘুরে আসতে পারেন, আর এজন্য আপনার লাগবে-

  • বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিটর ভিসা
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত
  • কানাডার ভিজিটর ভিসা অবশ্যই কোস্টারিকা যাওয়ার দিন থেকে কমপক্ষে ৩০ দিনের জন্য বৈধ হতে হবে

৪. নিকারাগুয়া

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ মোট ৩০টি দেশের নাগরিকরা কানাডা ঘুরে আসতে পারেন।এজন্য আপনার লাগবে-

  • বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেডের সময়সীমা ৩০ দিন
  • কানাডা ভিজিট ভিসা থাকলেও নিকারাগুয়া প্রবেশের আগে আপনাকে ‘ভিসা অন এরাইভাল’ (Visa On Arrival বা VOA )’ নিতে হবে। অর্থাৎ নিকারাগুয়া প্রবেশের ঠিক আগে আপনাকে ভিসাটি নিতে হবে, আগে থেকে পাসপোর্টে ভিসা নেওয়ার প্রয়োজন নেই। নিকারাগুয়া ভ্রমণের  VOA  ফি $50 USD  (সাম্প্রতিক তথ্যমতে) এবং এটি অবশ্যই ইউএস ডলারেই পে করতে হবে। ভিসা অন এরাইভালটি সিঙ্গেল এন্ট্রি এবং ৩০ দিনের জন্য প্রযোজ্য
  • VOA ফি ছাড়াও, $10 USD এন্ট্রি ফি, $2 USD ল্যান্ড বর্ডার মাইগ্রেশন ফি (শুধুমাত্র যদি আপনি বাইরোড ট্রাভেল করেন) এবং $1 USD মিউনিসিপ্যালিটি ট্যাক্স (এটিও শুধুমাত্র বাইরোড ট্রাভেলের ক্ষেত্রে প্রযোজ্য)। প্রতিটি ফি অবশ্যই ইউএস ডলারেই পে করতে হবে

৫. পানামা

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিকই পাবেন পানামা ভ্রমণের সুযোগ। আর এজন্য আপনার লাগবে-

  • বৈধ ব্যবহৃত (valid and used ) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেডের সময়সীমা ৩০ দিন
  • কানাডার ভিসাটি আগে অন্তত একবার কানাডায় প্রবেশের জন্য ব্যবহৃত হতে হবে
  • কানাডা ভিজিট ভিসাটি পানামা  প্রবেশের দিন থেকে কমপক্ষে ৬ মাসের জন্য ভ্যালিড হতে হবে
  • পাসপোর্টটি পানামা  প্রবেশের দিন থেকে কমপক্ষে ৩ মাসের জন্য ভ্যালিড হতে হবে
  • আর্থিক সবচ্ছলতার প্রমাণ (proof of economic solvency) হিসেবে কমপক্ষে $500 USD দেখাতে হবে

সমুদ্রসৈকতে পরিবার, প্রিয়জন কিংবা বন্ধুদের নিয়ে অসাধারণ সময় কাটানোরজন্য ক্যারিবিয়ান এই দেশটি ঘুরে আসতে পারেন। কানাডা ভিজিট ভিসায় অ্যাঙ্গুইলা ভ্রমণ করতে আপনার লাগবে-

  • যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিসা এবং
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৯০ দিন পর্যন্তর্বুডা

৩৬৫টির-ও বেশি বীচ নিয়ে গড়ে ওঠা অ্যান্টিগুয়া ও বার্বুডা মূলত তিনটি দ্বীপ নিয়ে গঠিত একটি ক্যারিবিয়ান দেশ। বলা বাহুল্য, বীচ এক্সপেরিয়েন্সের জন্য এটি হতে পারে আপনার স্বপ্নের ডেস্টিনেশন। কানাডা ভিজিট ভিসায় অ্যান্টিগুয়া ও বার্বুডা ভ্রমণে আপনার যা লাগবে-

  • বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা এবং
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত
  • কানাডা ভিজিট ভিসা থাকলেও অ্যান্টিগুয়া ও বার্বুডা প্রবেশের আগে আপনাকে ‘ভিসা অন এরাইভাল’ (Visa On Arrival বা VOA )’ নিতে হবে। অর্থাৎ অ্যান্টিগুয়া ও বার্বুডা প্রবেশের ঠিক আগে আপনাকে ভিসাটি নিতে হবে, আগে থেকে পাসপোর্টে ভিসা নেওয়ার প্রয়োজন নেই। অ্যান্টিগুয়া ও বার্বুডা ভ্রমণের  VOA ফি $100 USD (সাম্প্রতিক তথ্যমতে)। ভিসা অন এরাইভালটি সিঙ্গেল এন্ট্রি এবং ৩০ দিনের জন্য প্রযোজ্য
  • কানাডা ভিজিট ভিসার মেয়াদ অন্ততঃ ৬ মাস হতে হবে ( অ্যান্টিগুয়া ও বার্বুডাতে প্রবেশের দিন থেকে

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই বারমুডা যেতে পারবেন, আর সেক্ষত্রে আপনার যা যা লাগবে-

  • যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • কানাডা ভিজিট ভিসাটি বারমুডা থেকে ডিপার্চারের দিন থেকে কমপক্ষে ৪৫ দিনের জন্য বৈধ হতে হবে। অর্থাৎ, আপনি যদি মার্চ ৩১, ২০২৩ তারিখে বারমুডা থেকে ফেরত আসার পরিকল্পনা করেন, আপনার ভিসাটি অন্তত মে ১৫, ২০২৩ পর্যন্ত ভ্যালিড থাকতে হবে
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড যেতে পারবেন, আর সেক্ষত্রে আপনার যা যা লাগবে-

  • বৈধ ব্যবহৃত (valid and used)মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • আপনার কানাডা ভিজিট ভিসাটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস আসার দিন থেকে কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ হতে হবে
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ১৮০ দিন পর্যন্ত
cuba

কিউবার কথা আসলেই মনের পর্দায় হয়তো ভেসে ওঠে ফিদেল কাস্ত্রো-এর ছবি। তবে ইতিহাস ও বিপ্লব ছাড়াও ট্যুরিস্ট স্পট হিসেবে কিউবার খ্যাতি কোনো অংশে কম নয়। কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই কিউবা যেতে পারবেন, আর সেক্ষত্রে আপনার যা যা লাগবে-

  • বৈধ ব্যবহৃত/ অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত
  • অবশ্যই ট্যুরিস্ট কার্ড (Tarjeta del Turista) নিতে হবে। কিউবা ট্যুরিস্ট কার্ডটি পেতে পারেন-

-কিউবান দূতাবাস (Cuban Embassies) এবং কনস্যুলেট, অথবা

-চেক-ইন করার সময় অনুমোদিত এয়ারলাইন্স, অথবা

-কিউবা ট্যুরে বিশেষায়িত ট্রাভেল এজেন্সি

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই ডোমিনিকান রিপাবলিক ঘুরে আসতে পারবেন। সেজন্য যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তা হলো-

  • ট্রানজিট ভিসা (VH-1) ছাড়া যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ট্যুরিস্ট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৯০ দিন পর্যন্ত
  • স্থলপথে (by road) এবং সমুদ্রপথে (জাহাজ বা এই জাতীয় বাহনে) ভ্রমণের ক্ষেত্রে ডোমিনিকান রিপাবলিক পৌঁছানোর সাথে সাথেই আপনাকে $20 USD মূল্যের একটি ট্রাভেল কার্ড কিনতে হবে। তবে বিমানে ভ্রমণ করলে এই ২০ ডলার আপনার এয়ারফেয়ারের মধ্যে যোগ করা থাকবে।
  • পাসপোর্টের মেয়াদ অন্ততঃ ৬ মাস হতে হবে ( ডোমিনিকান রিপাবলিকে এন্ট্রির দিন থেকে)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com